এ সপ্তাহের হাইলাইটস
- ভারত-কানাডা সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা এই ইস্যুতে ভূমিকা গ্রহণ করার উদ্যোগ দেখানোর পর ভারতের অবস্থান পরিষ্কার করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও সদর্থক বার্তা দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
- এদিকে, ভারতের বিরোধীদলগুলোর পক্ষ থেকে অভ্যন্তরীণ রাজনীতিতে জাত ভিত্তিক জনগণনার দাবি জোরদার হচ্ছে।
- অন্যদিকে, বকেয়া আদায়ের দাবিতে দিল্লির কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি-র রাজনৈতিক বাদ-প্রতিবাদ বাড়ছে।
- আর, কলকাতা-সহ পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে ডেঙ্গি,ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার রোগী। বাড়ছে মৃত্যুও। তারপরেও, কলকাতার মেয়র বলছেন, উপমহাদেশের আবহাওয়ায় এমনটা হবেই!
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









