এ সপ্তাহের হাইলাইটস
- ইসরায়েল - প্যালেস্টাইনের মধ্যে সংঘাতের মধ্যেই ভারত - কানাডা সম্পর্কের চাপ বাড়ছে। ইতোমধ্যে আরও কিছু কূটনীতিককে দিল্লি থেকে সরিয়ে নিয়েছে কানাডা।
- অন্যদিকে, ইসরায়েল - প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক আবার তাঁদের অবস্থান স্পষ্ট করেছে; যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকেই আরও জোরালো করেছে।
- এদিকে, ভারতের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের সম্পর্ককে স্বীকৃতি দিলেও বিয়ে বা সন্তান দত্তকে সায় দেয় নি। এই বিষয়ে দেশের আইনসভা বা সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলে মন্ত্যব করেছে।
- আর, কলকাতা তথা পশ্চিমবঙ্গে এখন সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গোৎসব। চার দিনের এই উৎসবের আজ তৃতীয় দিন, মানে নবমী। পুজো উপলক্ষ্যে মণ্ডপ এবং প্রতিমা দেখতে লাখো জনতা গত ক’দিন ধরে দিনে বা রাতে ঘুরে বেড়াচ্ছেন এক পুজো থেকে আরেক পুজোয়। বিষয় বৈচিত্র্য বা থিম যেখানে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








