হাইলাইটস
- মুসলিম কমিউনিটিতে অবদান রাখার জন্য OAM অ্যাওয়ার্ড পেয়েছেন কাজী খালেকুজ্জামান আলী।
- ১৯৮৩ সাল থেকে তিনি মুসলমানদেরকে দাফন কাজে সহায়তা করে আসছেন।
- এর আগে আরও দু’জন বাংলাদেশী অস্ট্রেলিয়ান OAM শ্রেণীতে “অর্ডার অফ অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
প্রতিবছর ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে-তে “অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ে অথবা সমাজে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
মুসলিম কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২২ সালে OAM শ্রেণীতে “অর্ডার অফ অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন মুসলিম সিমিট্রি বোর্ড, সিডনির চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী।
তার জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ছেলেবেলা কেটেছে জলপাইগুড়িতে। তারপর, স্কুলজীবন কেটেছে কুমিল্লায় ও ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। এরপর, নটরডেম কলেজ থেকে গ্রাজুয়েশন করার পর উচ্চা শিক্ষার জন্য ১৯৭০ সালে তিনি স্কটল্যান্ডের ডান্ডিতে গমন করেন।
১৯৭০ এর দশক জুড়ে ইংল্যান্ডে বসবাস করার পর ১৯৮১ সালে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসন করেন। মূলত তখন থেকেই তিনি সিডনির মুসলিম কমিউনিটির সঙ্গে নানা রকম কর্ম-কাণ্ডে সম্পৃক্ত হয়ে পড়েন।
মুসলমানদের দাফনের ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন কাজী আলী। ২০১৮ সালে কেম্পস ক্রিক কবরস্থানে মুসলমানদের জন্য পাঁচ হাজার কবরের জায়গা দিয়েছিল ক্যাথলিকরা। ৩০ মে, ২০১৮ এ বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ক্যাথলিক সিমিট্রি অ্যান্ড ক্রিমেটোরিয়ামের সিইও পিটার ও’মিয়ারা এবং কাজী খালেকুজ্জামান আলী।
এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে কাজী আলী বলেন ২০০৩ সালে কীভাবে রিভারস্টোন সিমিট্রি বোর্ড গঠিত হয় সে বিষয়ে। তখন তার সঙ্গে ছিলেন, বাংলাদেশী মরহুম আব্দুল হক, সাউথ আফ্রিকার মিস্টার আইউব, ভারতের আঞ্জুম রফিকি এবং বাংলাদেশের ইব্রাহীম মোল্লা।
কাজী আলীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে সিডনিতে দাফন-কার্যের খরচ থেকে শুরু করে এক্ষেত্রে কী ধরনের পূর্ব-প্রস্তুতি নিতে হবে সে বিষয়টি-সহ পরিবারের কেউ মারা গেলে তাৎক্ষণিকভাবে কী কী উদ্যোগ নিতে হবে সে-রকম আরও নানা বিষয়।
কাজী খালেকুজ্জামান আলী OAM এর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program










