বেশিরভাগ অস্ট্রেলিয়ান অভিবাসনকে একটি সুফল হিসেবে দেখে। কিন্তু অর্থনৈতিক চাপ কি এই ধারণা বদলে দিচ্ছে?
অস্ট্রেলিয়ানদের প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) মনে করেন যে অভিবাসনের মাত্রা খুব বেশি।
এ তথ্য এসেছে স্ক্যানলন ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে, যা অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতির বিষয়গুলো পর্যবেক্ষণ করে।
এই প্রতিবেদনের লেখক, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ড. জেমস ও’ডনেল বলেন, অভিবাসনের প্রভাব নিয়ে আমাদের মনোভাব সাধারণত ইতিবাচক হলেও অর্থনৈতিক মন্দার সময় তা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
তিনি বলেন, “যখন মানুষ অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন থাকে, কিংবা নিজেরাই বেকারত্ব বা আর্থিক চাপের মুখোমুখি হয়, তখন তাদের অভিবাসন সম্পর্কে দৃষ্টিভঙ্গি কিছুটা খারাপ হয়ে যায়। তখন তারা বেশি করে বলতে শুরু করে— অভিবাসীরা বাড়ির দাম বাড়িয়ে দিচ্ছে, অথবা তারা তাদের কাজ কেড়ে নিচ্ছে।”
কিন্তু এই বিশ্বাস কি সত্যের ভিত্তিতে দাঁড়ানো? আর এগুলো অভিবাসী ও শরণার্থীদের ওপর কী প্রভাব ফেলে?
আন্ডারস্ট্যান্ডিং হেইট-এর এই পর্বে দেখা হচ্ছে কীভাবে ভ্রান্ত তথ্যের নিশানায় পড়েন অভিবাসীরা এবং কীভাবে ক্ষতিকর এই মিথ ভাঙা সম্ভব।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।