প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেন, বাল্ক-বিলিংয়ের ক্ষেত্রে জিপিদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, বাল্ক বিলিংয়ের ক্ষেত্রে এর আগে কখনই বরাদ্দ এতটা বৃদ্ধি করা হয় নি। জনগণের জন্য তিনি মেডিকেয়ার কার্ড চান, ক্রেডিট কার্ড নয়, বলেন তিনি।
এবারের ফেডারাল বাজেটে হেলথ কেয়ার সার্ভিসে বাল্ক বিলিংয়ের জন্য অর্থায়নকে স্বাগত জানিয়েছে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জিপিস।
মুখোমুখি ও টেলিহেলথ কনসালটেশনের ক্ষেত্রে, বাল্ক বিলিংয়ের জন্য অতিরিক্ত ৩.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে বাজেটে।
এগুলো প্রযোজ্য হবে ১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে, পেনশনারদের ক্ষেত্রে এবং কমনওয়েলথ কনসেশন কার্ডধারীদের ক্ষেত্রে। প্রায় ১১.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান এভাবে উপকৃত হবেন।
ফেডারাল বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেন, ফেডারাল বাজেটে ইলেক্ট্রিসিটি রিবেট এবং জিপি বাল্ক-বিলিং ইনসেনটিভ এর বিষয়গুলো সমর্থন করতে যাচ্ছে কোয়ালিশন।
মিস্টার ডাটন বলেন, বিরোধীদল এখনও চিন্তাভাবনা করছে জবসিকার এবং সিঙ্গেল প্যারেন্ট পেমেন্ট বৃদ্ধি নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধায় বাজেট রিপ্লাই-এর সময়ে তারা তাদের অবস্থান তুলে ধরবেন।
তিনি বলেন, তার দল মনে করে না যে, দৈনন্দিন জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাওয়া পরিবারগুলোকে স্বস্তি দিবে এই বাজেট।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখিকা ই জিন ক্যারলকে যৌন হয়রানি এবং তার মানহানি করেছেন বলে রায় দিয়েছে নিউ ইয়র্কের একটি দেওয়ানি আদালতের গঠন করা জুরির সদস্যরা।
এ জন্য ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে ট্রাম্পকে। তবে, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমানিত হয় নি।
মিস্টার ট্রাম্পের আইনজীবি জোসেফ ট্যাকোপিনা বলেন, তার মক্কেল আপিল করবেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।











