'টু ওয়েজ অফ সিইং' প্রদর্শনীটির বিষয় হলো শিল্পকে "দেখা" এবং "দর্শন"-এর মধ্যে পার্থক্য অনুভব করা।
প্রদর্শনীটির উদ্বোধনের সময় শিল্পী আজিজ শরাফী তাঁর সূচনা বক্তব্যে বলেন, "এটি তাঁর অসাধারণ অভিজ্ঞতা। তিনি মার্কিন মিডওয়েস্ট থেকে এখানে এসেছেন, আর পার্থের সাথে এই প্রদর্শনী করার পরিকল্পনা অনেকদিন ধরে তাঁর ছিল।"
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত খ্যাতিমান মেরিন আর্টিস্ট জন ফোর্ড, যিনি ওয়াটারকালার শৈলীতে সমুদ্র, ঐতিহাসিক স্থাপনা এবং সামরিক বিষয়বস্তুকে জীবন্ত করে তোলেন।
তিনি শিল্পকে 'দেখা' আর 'দর্শন'-এর মধ্যে পার্থক্য উল্লেখ করে বলেন, "দেখা হলো শুধু চোখে যা দেখছেন তা বর্ণনা করা, আর দর্শন হলো তার গভীর অর্থ অনুধাবন করা।"
অনুষ্ঠানে শিল্পী আজিজ অ্যাডিলেডের গ্রামীণ পরিবেশ এর প্রশংসা করে বলেন এটি তাকে টানে, কারণ এখানকার মানুষ একে অপরকে সহযোগিতা করে।
বক্তব্য শেষে জন ফোর্ড 'Two Ways of Seeing' প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
প্রদর্শনীটি চলবে ১৬ই জুলাই পর্যন্ত, ব্ল্যাক ডায়মন্ড গ্যালারিতে।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস