বৌদ্ধ ধমাবলম্বীদের জন্য প্রবারণা পূর্ণিমা এক মহোৎসবের দিন। এই দিবসে ছোট-বড়, নারী-পুরুষ সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠে।
প্রবারণা পূর্ণিমার সবচেয়ে আকর্ষণ হলো সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধ বিহারে রংবেরঙের ফানুস বাতি ওড়ানো। ফানুস উৎসবে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য আনন্দ-উৎসবে পরিণত হয়। ওই দিন বৌদ্ধ বিহারগুলো নানা রঙে সুসজ্জিত করা হয়।
আশ্বিনী পূর্ণিমার অপর নাম প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা দিবসে ভিক্ষুদের বিনয় কর্মের মাধ্যমে ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে।
ত্রৈমাসিক বর্ষাবাস হলো বৌদ্ধদের আত্মশুদ্ধি এবং সংযমের মাস। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় কঠিন চীবর দানোৎসব।
চীবর শব্দের অর্থ বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র বা গেরুয়া বসন। প্রবারণা পূর্ণিমা নিয়ে এসবিএস বাংলার পক্ষে আমরা কথা বলেছি ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ এবং বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরোর সঙ্গে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।










