এসবিএস এক্সামিনসের এই পর্বে সম্প্রতি নির্বাচনী প্রচারের সময় শরণার্থী বিষয়ক রাজনৈতিক মন্তব্য বিশ্লেষণ করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করা হয়েছে।
আজ আমরা অস্ট্রেলিয়ার শরণার্থী নীতির ব্যয় নিয়ে কথা বলব এবং খতিয়ে দেখব, কী পরিবর্তন মানবাধিকার এবং অর্থনীতিকে একসাথে গুরুত্ব দিতে পারে।
২০০৯ সালে, ১৭ বছর বয়সে হেদায়েত আফগানিস্তানের তালেবানের হাত থেকে পালিয়ে যান।
নিজ গ্রাম থেকে কাবুল, সেখান থেকে দুবাই, পরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হয়ে তিনি নৌকায় করে অস্ট্রেলিয়া আসেন।
তিন মাস পর তাকে মেলবোর্নের একটি বন্দিশালায় পাঠানো হয় এবং এক মাস পর তিনি স্থায়ী বাসিন্দার মর্যাদা পেয়ে মুক্ত হন।
২০১৬ সালে, তিনি নির্মাণ সাইটে খণ্ডকালীন চাকরি নিয়ে কিছু সঞ্চয় করেন এবং পরে পিএইচডি শুরু করেন।
শুরুতে হেদায়েত কমিউনিটি কনস্ট্রাকশনে ১৫ জন শরণার্থীকে নিয়োগ দেন।
এরপর থেকে ১০০ জনের বেশি কর্মী নিয়ে ৩০০টির বেশি প্রকল্প সম্পন্ন হয়েছে।
হেদায়েত বলেন, শরণার্থীদের জন্য সমাজে অবদান রাখার সুযোগ তৈরি করতে অস্ট্রেলিয়াকে আরও উদ্যোগ নিতে হবে।
এক সময় নিজেও শরণার্থী ছিলেন রিফিউজি কাউন্সিল অব অস্ট্রেলিয়ার কমিউনিটি এনগেজমেন্ট ডিরেক্টর ডিনা ইয়াকো।
তিনি বলেন, শরণার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব কাজের অধিকার দেওয়া উচিত।
তিনি আরও বলেন, শরণার্থীদের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ দেওয়া জরুরি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস