আজকের শীর্ষ খবর
- ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে, স্থানীয় সূত্র আশঙ্কা করছে যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
- ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ নয় বছর দায়িত্ত্ব পালন শেষে পদত্যাগ করেছেন; ডেপুটি প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালেন প্রিমিয়ার পদে স্থলাভিষিক্ত হলেন।
- কয়েকজন এনডিআইএস পরিষেবা কর্মী অটিজম আক্রান্ত শিশুদের মাটিতে ছুঁড়ে ফেলেছেন এমন ফুটেজ ফাঁস হওয়ার পর ফেডারেল মন্ত্রী এটিকে "মর্মান্তিক এবং অস্বস্তিকর" বলে বর্ণনা করেছেন।
- কাতার এয়ারওয়েজ একটি তদন্ত কমিটিকে বলেছে যে তারা মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছে যে ফেডারেল সরকার অস্ট্রেলিয়ায় অতিরিক্ত ফ্লাইটের জন্য তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
- গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিনের একটি সূচকে ‘ডি গ্রেড’ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
- নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সর্বশেষ: ডেপুটি প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালেন ভিক্টোরিয়ার ৪৯তম প্রিমিয়ার হিসেবে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এর আগে প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ নয় বছর দায়িত্ত্ব পালন শেষে পদত্যাগ করেছিলেন।
জোয়ান কার্নারের পর তিনিই হচ্ছেন ভিক্টোরিয়ার দ্বিতীয় কোন নারী প্রিমিয়ার।
ট্রান্সপোর্ট মিনিস্টার বেন কেরল তার চ্যালেঞ্জার হওয়ায় ভিক্টোরিয়ান লেবার এমপিদের ককাস মিটিংয়ে প্রিমিয়ার নির্বাচিত হন মিজ জ্যাসিন্টা।

এসবিএস রেডিও সম্প্রচার-সুচি হালনাগাদ করছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচিতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।










