আজকের শীর্ষ খবর
- কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ–সংঘাতে ৬ জন নিহত হয়েছেন।
- এম-এইচ ১৭ ফ্লাইট বিপর্যয়ের দশম বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় গভর্নর-জেনারেল স্যাম মোস্টিন বলেছেন, অস্ট্রেলিয়ানরা কখনই এই ঘটনায় নিহতদের বা তাদের পরিবারদের কথা ভুলবে না।
- ফেডারেল সরকার সিএফএমইইউ-তে অপরাধমূলক আচরণের অভিযোগের সমাধান করতে ফেয়ার ওয়ার্ক কমিশনকে সমর্থন করবে।
- ফেডারেল ট্রেজারার জিম চামারস বলেছেন যে সরকার ব্যয় কমানোর কারণে এই বছর প্রত্যাশার চেয়ে ভালো বাজেট উদ্বৃত্ত থাকবে।
- ফিলিপাইনের পুলিশ দুজন অস্ট্রেলিয়ান এবং তাদের একজনের ফিলিপিনো পুত্রবধূকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
ইউটিউবেও পাবেন।
চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









