ইউরোপে কভিড ১৯ কেস পূনরায় বেড়ে যাওয়ায় উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বাড়ছে অন্যান্য দেশেও

France is experiencing a sharp rise in coronavirus infections.

France is experiencing a sharp rise in coronavirus infections. Source: AAP

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ইউরোপের সর্বত্র যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তা 'আশংকাজনক' এবং সবার জন্য 'ওয়েক আপ কল'। সংস্থাটি বলছে প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা এই সপ্তাহে ইউরোপের করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধিতে ভীষণ উদ্বিগ্ন।


সম্প্রতি সারা বিশ্বে সংক্রমণ সংখ্যা ৩০ মিলিয়ন ছাড়িয়েছে।  যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল সংক্রমণ সংখ্যায় এগিয়ে থাকলেও সম্প্রতি ইউরোপ ৪.৮ মিলিয়ন কভিড ১৯ কেস রেকর্ড করেছে। 

গত জুনের মধ্যে ইউরোপ ভাইরাস ট্রান্সমিশন বেশ নিয়ন্ত্রণে এনে ফেলেছিলো, কিন্তু গত কয়েক সপ্তাহে শনাক্ত সংখ্যা আবার বেড়ে যাওয়ায় আবার চিন্তায় ফেলেছে। 

আর এর প্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর রিজিওনাল ডিরেক্টর ডঃ হ্যান্স ক্লুগে এই সতর্কতা জারি করেছেন।

ব্রিটিশ সরকার ইংল্যান্ডের উত্তরপূর্ব এলাকায় নতুন বিধিনিষেধ জারি করেছেন, সেখানে সংক্রমণ সংখ্যা উদ্বেগজনক। 

ওই এলাকার বাসিন্দারা নিজ বাড়ির লোকজন ছাড়া আপাতত আর কারো সাথে মিশতে পারবে না। রেস্টুরেন্ট-বারগুলো টেবিল সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং প্রমোদ ভেন্যুগুলোতে রাতভর কারফিউ থাকবে। 

দেশটির হেলথ সেক্রেটারি ম্যাট হ্যাংকক পার্লামেন্টে বলেছেন কঠোর নিয়ম বাস্তবায়নের সিদ্ধান্তটি স্থানীয় অথরিটির মাধ্যমে অনুসৃত হবে। 

এদিকে ফ্রান্সের নিস্ এবং লিওন এলাকাকে কভিড ১৯ রেড জোন বলে ঘোষণা করা হয়েছে, সেখানে ভাইরাস নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে। 

দেশটির দৈনিক রেকর্ড সংখ্যক সংক্রমণের প্রেক্ষিতে এই ব্যবস্থা, সেখানে গত ১৮ সেপ্টেম্বর ১৩ হাজারেরও বেশি সংক্রমণ রেকর্ড করা হয়েছে। 

দেশটির হেলথ মিনিস্টার অলিভিয়ের ভেরান বলেন, গরমের শুরুতে টেস্টে শতকরা ১ জন করে শনাক্ত হচ্ছিলো, এখন তা বেড়ে ৫ জন হয়েছে। 

অস্ট্রিয়াতেও  অতিরিক্ত বিধি আরোপ করা হবে, সেখানে প্রাইভেট ইনডোর সমাবেশ ১০ জনে সীমিত করা হবে সোমবার ২১ সেপ্টেম্বর থেকে। 

সৎকার কাজের জন্য নিয়ম ব্যতিক্রম  থাকবে,  সেখানে  আউটডোর সমাবেশ ১০০ জন থাকবে, সেইসাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে।

ক্যাফে এবং রেস্টুরেন্ট কাস্টমারগণ টেবিলে না থাকলে তাদের অবশ্যই  মাস্ক পড়তে হবে। 

চেক রিপাবলিকেও একই নিয়ম করা হয়েছে, সেখানে সরকার আরো বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে বার, রেস্টুরেন্ট এবং নাইট  ক্লাবগুলো মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।  দাঁড়িয়ে থাকা গণসমাবেশ ১০ জন্যে সীমিত থাকবে। বড় সমাবেশগুলোতে সবাইকে বসে থাকতে হবে এবং মাস্ক পড়তে হবে। 

শিশুদেরও স্কুলের সব জায়গায় মাস্ক পড়তে হবে। 

এদিকে নিউ ইয়র্কের স্কুলগুলোর ক্লাসে পড়াশোনার ব্যবস্থা আবার বিলম্বিত হচ্ছে।  তবে যুক্তরাষ্ট্রের এই বৃহত্তম  শহরের স্কুলগুলো সোমবার ২১ সেপ্টেম্বর থেকে খোলার কথা ছিল। 

এখন শুধু প্রি -কিন্ডার এবং বিশেষ শিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে স্কুলে যাবে। 

এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীরা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি থেকে পাঠ নেবে, তবে মিডল এবং হাই স্কুলের শিক্ষার্থীরা অক্টোবরের ১ তারিখের আগে ক্লাসে ফিরবে না। 

মেয়র বিল ডি ব্লাসিও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে দিতে আরো সময় লাগবে। 

এদিকে কানাডিয়ান হেলথ অথরিটি বলেছে তাদের দেশ আবারো ব্যাপক সংখ্যায় কভিড ১৯ কেসের সম্মুখীন, তারা হয়তো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের সামর্থ্য হারিয়ে ফেলছে। 

সম্প্রতি কানাডার সবচেয়ে জনবহুল প্রভিন্স ওন্টারিওতে নতুন রেস্ট্রিকশন ঘোষণা করার মধ্যেই এই সতর্কতা এলো।

নতুন নিয়মে ইনডোর সমাগম ৫০ থেকে কমে ১০ জনে, এবং আউটডোর সমাবেশ ১০০ থেকে ২৫ জনে সীমিত করা হয়েছে। 

করোনাভাইরাস সম্পর্কে আপনার ভাষায় হালনাগাদ তথ্য পেতে ভিজিট করুন sbs.com.au/coronavirus 

পুরো প্রতিবেদনটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

আরো দেখুন :


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now