গুরুত্বপূর্ণ দিকগুলো
- অস্ট্রেলিয়ার স্কুল ব্যবস্থা তিনটি সেক্টরে বিভক্ত: সরকারী (বা স্টেট), ক্যাথলিক এবং স্বাধীন (বা প্রাইভেট)।
- তিনটি ক্ষেত্রেই বেশ ভাল স্কুল আছে কারণ তারা একই সরকারি নিয়মে পরিচালিত হয়।
- প্রাইভেট স্কুলের ফী শুধু বেশিই না, কিছু লুকানো খরচও আছে।
- "সন্তানের শিক্ষাগত চাহিদা পূরণ করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা পিতামাতাদের মনে থাকা উচিত।"
পিতামাতারা তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ চান, তবে খরচ, স্কুলের সংস্কৃতি বা ধর্মীয় মতাদর্শের কারণে স্কুল নির্বাচন কঠিন হয়ে উঠতে পারে।
তিনটি সেক্টরে বিভক্ত অস্ট্রেলিয়ার স্কুল ব্যবস্থা
অস্ট্রেলিয়ার স্কুল ব্যবস্থা তিনটি সেক্টরে বিভক্ত: সরকারী (বা স্টেট), ক্যাথলিক এবং স্বাধীন (বা প্রাইভেট)।
সরকারি স্কুল সেক্টরে কোন ফী দিতে হয় না। কখনও কখনও আপনাকে স্কুল রিসোর্সিংয়ের জন্য ১০০ ডলার বা তারও কম অর্থ দিতে বলা হয়। ক্যাথলিক স্কুল সেক্টর অভিভাবকদের একটি ফী দিতে বলে। তবে, সাধারণত এই ফীগুলি বেশ কম , প্রতি বছর প্রায় ৫০০০ ডলার। তবে প্রাইভেট স্কুল সেক্টরে, এই ফী বছরে ৩০,০০০ ডলারও হতে পারে।ডঃ স্যালি লারসেন
ড. স্যালি লারসেন নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের প্রভাষক।
তিনি ব্যাখ্যা করে বলেন, প্রতিটি স্টেটে স্কুল সেক্টর একই সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত, তাই তারা সকলেই শিক্ষার্থীদের কাছে একই পাঠ্যক্রম উপস্থাপন করে, এবং শিক্ষকরা সকলেই একই স্বীকৃত প্রক্রিয়া ব্যবহার করে। পার্থক্য হল কিছু সেক্টর অভিভাবকদের তাদের সন্তানদের জন্য শিক্ষা কার্যক্রমে সহায়তা করতে অর্থ দান করতে আহবান জানায়।"
বিভিন্ন ফি কাঠামোর কারণে, অনেক পরিবার স্থানীয় সরকারী স্কুল বেছে নেয়, কারণ বেসরকারী স্কুলের ফী অনেকের জন্যই সাধ্যের বাইরে।
ড. লারসেন বলেন, "সরকারি স্কুল সেক্টরে কোন ফী দিতে হয় না। কখনও কখনও আপনাকে স্কুল রিসোর্সিংয়ের জন্য ১০০ ডলার বা তারও কম অর্থ দিতে বলা হয়। ক্যাথলিক স্কুল সেক্টর অভিভাবকদের একটি ফী দিতে বলে। তবে, সাধারণত এই ফীগুলি বেশ কম , প্রতি বছর প্রায় ৫০০০ ডলার। তবে প্রাইভেট স্কুল সেক্টরে, এই ফী বছরে ৩০,০০০ ডলারও হতে পারে।"

তবে তিনটি ক্ষেত্রেই বেশ ভাল স্কুল আছে কারণ তারা একই সরকারি নিয়মে পরিচালিত হয়।
তাই, স্কুল বেছে নেওয়ার সময় অভিভাবকদের জন্য কী বিবেচনা করা উচিত?
মোনাশ ইউনিভার্সিটির শিক্ষা অনুষদের অধ্যাপক এমেরিটা হেলেন ফোরগাস বলেন, "সরকারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলের ব্যবস্থা করতে আইনি বাধ্যবাধকতা আছে, এগুলো হবে ধর্মনিরপেক্ষ। এছাড়া আপনার যদি প্রাইভেট স্কুলের ফী দেবার সামর্থ্য থাকে তবে আপনি প্রাইভেট স্কুল পছন্দ করতে পারেন, এবং যদি আপনি চান আপনার সন্তান ধর্মীয় শিক্ষার পটভূমিতে লেখাপড়া করুক, তবে ধর্মীয় স্কুলে দিতে পারেন।
সরকারি স্কুলে ধর্মীয় শিক্ষা পাঠ্যক্রমের অংশ নয়, যদিও স্কুল ধর্মীয় সংগঠনগুলোকে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিতে পারে।
ক্যাথলিক স্কুলগুলি ধর্মীয় বিশ্বাস-ভিত্তিক শিক্ষা দিয়ে থাকে এবং ধর্মীয় নয় এমন পরিবারের জন্য উন্মুক্ত। এই স্কুলগুলোকে কমিউনিটিতে সংযোগ এবং শৃঙ্খলাকে উন্নত করার জন্য বিবেচনা করা হয় এবং প্রাইভেট স্কুলগুলির তুলনায় কম ব্যয়বহুল।
এদিকে প্রাইভেট স্কুলের ফী নিয়ে ড. লারসেন সতর্ক করে বলেন, সেখানে ফী শুধু বেশিই না, কিছু লুকানো খরচও আছে।

সহশিক্ষা নাকি সমলিঙ্গ শিক্ষা ব্যবস্থা ?
কিছু পরিবার ছেলে এবং মেয়েদের আলাদাভাবে শিক্ষিত করতে পছন্দ করে, বিশেষ করে ধর্মীয় কারণে।
প্রফেসর এমেরিটা ফোরগাস বলছেন যে এই বিকল্পগুলি সরকারী খাতে আরও সীমিত।
তিনি বলেন, "অস্ট্রেলিয়ার বেশিরভাগ স্কুল সহ-শিক্ষামূলক, অর্থাৎ ছেলে এবং মেয়েরা একসাথে শিক্ষিত হয়। কিন্তু প্রধানত ক্যাথলিক এবং স্বাধীন স্কুল সেক্টরে আলাদা শিক্ষার বিকল্প রয়েছে।"
যদিও সম-লিঙ্গের (সিঙ্গেল জেন্ডার) বিদ্যালয়গুলির সুবিধা নিয়ে বিতর্ক আছে এবং একাডেমিক ফলাফলগুলি উল্লেখযোগ্যভাবে আলাদা নাও হতে পারে, তবে সামাজিকভাবে কিছু শিশু সম-লিঙ্গের পরিবেশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
ড. লারসেন বলেন, বেশিরভাগ অস্ট্রেলিয়ান শিশু সরকারী সেক্টরের অধীনে থাকা স্কুলগুলোতে যায়।
ড. লারসেন বলেন, সেক্টরগুলি বিবেচনা করতে গিয়ে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেসরকারী স্কুলগুলি কখনও কখনও এমন উদ্বেগ প্রকাশ করে যে শিশুরা সরকারী ব্যবস্থায় পর্যাপ্ত শিক্ষা পাওয়া যায় না।

স্কুল নির্বাচনে হোম ওয়ার্ক প্রয়োজন
প্রফেসর এমেরিটা ফোরগাস একমত যে পিতামাতাদের উচিত তাদের সন্তানদের কোন স্কুলে তালিকাভুক্ত করার আগে কিছু হোমওয়ার্ক করা ।
তিনি আরো যোগ করে বলেন, আপনি অতিরিক্ত ফী দিচ্ছেন তার মানে এই নয় যে আপনি আপনার সন্তানের জন্য আরও ভাল শিক্ষা পাচ্ছেন।
যদি আপনার সন্তানের বিশেষ শারীরিক বা বৌদ্ধিক চাহিদা থাকে, তাহলে সব স্কুল আবার তার জন্য সঠিক ব্যবস্থা করতে পারে না, তাই অভিভাবকদের এ ব্যাপারে ভালো করে জানার জন্য সঠিক প্রশ্ন করা গুরুত্বপূর্ণ।
আপনি যদি দেখেন যে আপনার পছন্দ প্রাথমিকভাবে ভুল হয়েছে, তবে এটি পুনর্বিবেচনা করুন। সন্তানের শিক্ষাগত চাহিদা পূরণ করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা পিতামাতাদের মনে থাকা উচিত। আপনার সন্তান যদি তাদের স্কুলে পড়াশোনার মাধ্যমে কোনো সময়ে উন্নতি না করে, তাহলে আবার ভেবে দেখুন, তাদের জন্য কি সামাজিক ও শিক্ষাগতভাবে স্কুল পরিবর্তন করা সঠিক সিদ্ধান্ত হবে কীনা।প্রফেসর এমেরিটা ফোরগাস
কোন স্কুল নিয়ে আপনার আগ্রহ থাকলে সেই স্কুল পরিদর্শন করার অনুরোধ করতে পারেন।
জ্যাকব এবং রেবেকা মুনারি দম্পতি তাদের মেয়েকে ভর্তির জন্য একটি স্কুল সফরে গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে।
তারা এজন্য হোমওয়ার্ক করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের জন্য কী বিকল্প আছে তা নিয়ে গবেষণা করেন।
স্কুল নিয়ে আপনার সন্তানের সন্তুষ্টি প্রয়োজন, প্রফেসর এমেরিটা ফোরগাস বলেন। মনে রাখবেন, আপনি যেকোনো পর্যায়ে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম। প্রকৃতপক্ষে, মাধ্যমিক বিদ্যালয়ের শুরুতে স্কুল সেক্টরের মধ্যে পরিবর্তন সাধারণ বিষয়।
তিনি বলেন, "আপনি যদি দেখেন যে আপনার পছন্দ প্রাথমিকভাবে ভুল হয়েছে, তবে এটি পুনর্বিবেচনা করুন। সন্তানের শিক্ষাগত চাহিদা পূরণ করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা পিতামাতাদের মনে থাকা উচিত। আপনার সন্তান যদি তাদের স্কুলে পড়াশোনার মাধ্যমে কোনো সময়ে উন্নতি না করে, তাহলে আবার ভেবে দেখুন, তাদের জন্য কি সামাজিক ও শিক্ষাগতভাবে স্কুল পরিবর্তন করা সঠিক সিদ্ধান্ত হবে কীনা।"
স্কুল নির্বাচনের জন্য গুড স্কুল গাইড বা মাই স্কুল ওয়েবসাইটের মতো রিসোর্সগুলোো খুঁজে দেখতে পারেন।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
















