'জিয়াউর রহমান: বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের স্থপতি' - এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এ আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ ও অতিথিরা অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক আরিফ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক মালিক বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি ড. শাহাবুদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক।
Victoria BNP organized a discussion meeting at Leverton Community Hub on November 16 to mark the 50th anniversary of the National Revolution and Solidarity Day in Melbourne, Australia. Credit: Dewan Mamun
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঘটনাবলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব এবং গণতান্ত্রিক ধারার উন্নয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ভূমিকা তুলে ধরেন। রাশেদুল হক তার বক্তব্যে দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় এর তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অস্ট্রেলিয়া সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন।
এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বহুদলীয় রাজনীতি ও গ্রামীণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়ন কাঠামোর ভিত্তি স্থাপন করেছিলেন।
অন্যান্য বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের সময়ে ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ প্রেরণা জোগায়।
সভায় অবদান রাখাদের ধন্যবাদ জানিয়ে সভাপতি আরিফ খান অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানটি সম্পর্কে এসবিএস বাংলার কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন সংগঠনের সদস্য সচিব আশিক মালিক বিপুল। শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।


















