শিক্ষার্থীরা যে-ভাবে বাসস্থান খুঁজে নিতে পারেন

Group of four young adults relaxing on patio outside house with food and drink

Multi racial group of friends enjoying lunch, talking and smiling on wooden decking Credit: JohnnyGreig/Getty Images

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যে অস্ট্রেলিয়া সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত। তবে বর্তমানে শিক্ষার্থীরা এ দেশে আবাসন খুঁজতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। প্রতিবেদনের আজকের পর্বে, আমরা শিক্ষার্থীদের আবাসন খুঁজে নেয়ার বিভিন্ন উপায় সম্পর্কে জানবো।


গুরুত্বপূর্ণ দিক:
  • বাসস্থান সন্ধান করার সময় প্রথমে নিজের বাজেট এবং জীবনযাত্রার প্রয়োজনীয়তাগুলি বিবেচনা করতে হবে
  • বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে সহায়তার জন্য আপনার নিজের ভাষায় অনুরোধ করুন
  • বিশ্ববিদ্যালয় বা কলেজের কাছাকাছি স্টুডেন্ট অ্যাকমোডেশন রয়েছে কিনা তা খুঁজে দেখতে পারেন
  • বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন আবাসনগুলিও নতুন শহরের সাথে মানিয়ে নেয়ার জন্যে বেশ ভাল উপায়
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করবেন, সেটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই বাসস্থান খুঁজতে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাজেট ও জীবনযাত্রার সাথে সঙ্গতি রেখে থাকার জায়গা খোঁজা সমীচীন হবে।

হোমস্টে পদ্ধতি

অস্ট্রেলিয়া স্টাডির পরিচালক ভয়টেক ভাবজিনস্কি অস্ট্রেলিয়ায় অধ্যয়নের পরিকল্পনা করছেন এমন মানুষদের সহায়তা করার ক্ষেত্রে বিশেষজ্ঞ।

অস্ট্রেলিয়ায় তাদের শুরুর মাসগুলিতে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত আবাসন খুঁজে বের করার ক্ষেত্রেও তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো অস্ট্রেলিয়ান পরিবারের সাথে থাকতে পারে। এ ধরনের পদ্ধতিকে বলে হোমস্টে পদ্ধতি। এ ব্যবস্থায় সাধারণত সপ্তাহে ৩৫০ ডলারের মত খরচ হয়।

স্টুডেন্ট অ্যাকমোডেশন

অন্যদিকে, আবাসন বাজারে একটি দ্রুত বর্ধনশীল খাত রয়েছে যা শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই নির্মান করা হয়। এই অ্যাপার্টমেন্টগুলি শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে পেশাদারভাবে পরিচালিত হয়। সাধারণত এগুলির ভাড়ার মধ্যে অন্যান্য বিল এবং রক্ষণাবেক্ষণের খরচ অন্তর্ভুক্ত থাকে।

বড় বিশ্ববিদ্যালয় ও কলেজ বা পাবলিক ট্রান্সপোর্টের কাছাকাছি উঁচু সব দালানে শিক্ষার্থীদের জন্যে এ ধরনের স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট দেখা যায়।
এই জায়গাগুলি কৌশলগত কারণেই নির্বাচন করা হয় যেন শিক্ষার্থীরা সেখানে বসবাস করে সহজেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারে। তাদের শিক্ষা জীবন সহজ ও ঝামেলামুক্ত হয় বলে, এ ধরনের অ্যাপার্টমেন্টের অনেক চাহিদা রয়েছে।

ইউনিলজ, ক্যাম্পাস লিভিং ভিলেজ এবং স্টুডেন্ট হাউজিং অস্ট্রেলিয়ার মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলি শিক্ষার্থীদের জন্যে নির্মিত আবাসনের জন্য আবেদন-প্রক্রিয়া পরিচালনা করে থাকে।

আবার অস্ট্রেলিয়া স্টাডির মতো শিক্ষার্থীদের সাহায্যকারী সংস্থার মাধ্যমেও আবেদন করা যায়।
young asian woman studies with laptop from home
Credit: Cavan Images/Getty Images
এসব আবাসনগুলিতে থাকা শুরু করে একবার মানিয়ে নিলে, পরবর্তীতে বাজেট ও নিজস্ব পছন্দ অনুযায়ী আরও স্থায়ী আবাসন খুঁজে নেয়া সহজ হয়ে থাকে।

শেয়ার অ্যাকমোডেশন

এগুলির সাথে সাথে বেশ কয়েকটি ওয়েবসাইটও বিকল্প আবাসন খুঁজে নেয়ার ক্ষেত্রে অনেক জনপ্রিয়। যেমন, flatmates.com.au, flatmatefinders.com.au, এবং Gumtree।

সিডনিতে বসবাসরত এস এম আমিনুল ইসলাম রুবেল বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে এসেছিলেন।

আমিনুল দেখতে পান যে বর্তমান ভাড়া ও আবাসন সংকটের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীরা জীবনযাত্রার মান সম্পর্কে কম উদ্বিগ্ন বরং যে কোনোভাবে একটি থাকার জায়গা খুঁজে পেতেই তারা বেশি আগ্রহী। তাঁর অভিজ্ঞতার আলোকে তিনি একটি ফেসবুক গ্রুপ গঠন করেছেন যার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আবাসন খুঁজে পেতে সহায়তা করেন।

আমিনুল তাঁর পরিচিতি ব্যবহার করে শিক্ষার্থীদের সাথে বাড়ির মালিকদের যোগাযোগ করিয়ে দেন। তাঁর অভিজ্ঞতা বলে অনেক বাড়ির মালিকরাই তাদের বাড়ির অতিরিক্ত কক্ষ শিক্ষার্থীদের সাথে ভাগ করে নিতে আগ্রহী। কারন বাড়িওয়ালাদের জন্য তারা "কোনও সমস্যা বা ঝামেলা” তৈরি করে না।

আমিনুল শিক্ষার্থীদের তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে যুক্ত হওয়া ও সেখানে আবাসন খোঁজার জন্যেও জোরালোভাবে উত্সাহিত করেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সবচেয়ে বড় যে বাধাগুলির সামনে পড়ে তার মধ্যে একটি হচ্ছে ভাষা, তাই নিজের ভাষায় সহায়তা চাইতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SG StudentAccommodation
A front-view shot of a young university student standing proud with a smile, she is wearing casual clothing and looking at the camera. Credit: SolStock/Getty Images
বিশ্ববিদ্যালয় মালিকাধীন আবাসন

ক্যাম্পাসের ভেতরে বা এর কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন বেশ কিছু আবাসিক কলেজ ও অ্যাপার্টমেন্টও খুঁজে পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয় পরিচালিত এই আবাসনগুলি প্রায়শই শিক্ষার্থীদের জন্য সাধারণত সৌহার্দ্যপূর্ণ একটি সামাজিক পরিবেশ নিশ্চিত করে থাকে।

অধ্যাপক স্যালি হুইলার ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর (ইন্টারন্যাশনাল অ্যান্ড কর্পোরেট)।

যারা আগে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেননি তাদের জন্য তিনি দৃঢ়ভাবে বিশ্ববিদ্যালয়ের আবাসনগুলি বিবেচনা করার পরামর্শ দেন।

পরিপূর্ণ আবাসিক কলেজগুলি ক্যাম্পাসে খাবার, সাধারণ বিনোদনমূলক স্থান এবং একাডেমিক সহায়তাসহ নিরাপদ ব্যক্তিগত থাকার জায়গা সরবরাহ করে।
SG StudentAccommodation
A diverse group of students in their 20's walking down some steps on campus laughing and talking to each other. Credit: SolStock/Getty Images
আবাসিক কলেজগুলিতে থাকার জন্যে একটি কক্ষের খরচ সব বিশ্ববিদ্যালয়ে এক নয়। তবে সাধারণ হিসাবে প্রতি সপ্তাহে সাত শত ডলারের ওপরে খরচ হতে পারে। তবে এটিও জানা থাকা ভাল যে এর ভেতরে বাকি সব খরচ অন্তর্ভুক্ত থাকে। যেমন কলেজ প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বিল ও অন্যান্য পরিষেবাগুলিও এই খরচের ভেতরেই থাকে।

আপনি যদি আরও স্বাধীন জীবনযাত্রা পছন্দ করেন এবং একই সাথে এই সুবিধাগুলি চান ও সামাজিক পরিবেশেও থাকতে চান সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন আবাসনগুলি সাশ্রয়ী মূল্যে অন্যান্য আবাসনের বিকল্প হতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলি উভয় ধরণের আবাসনের জন্যই আবেদন-প্রক্রিয়া পরিচালনা করে থাকে।

ক্যাম্পাসের ভেতরের থাকার জায়গাগুলি ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় অফ-ক্যাম্পাস আবাসনের জন্য তাদের নিজস্ব ডাটাবেজও সংরক্ষণ করে থাকে। এই ডাটাবেজগুলি সমস্ত বর্তমান এবং সম্ভাব্য শিক্ষার্থীদের কাজে লাগে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বাইরে বিকল্প আবাসন খুঁজে পেতে এই ডাটাবেজগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও তথ্যের জন্যে দেখুন:

Study Australia (Australian Government)
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand