গুরুত্বপূর্ণ দিক:
- অবস্থান এবং পছন্দের উপর নির্ভর করে অস্ট্রেলিয়ায় বাড়ি উষ্ণ রাখার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে
- বাইরে ব্যবহৃত হিটার বাড়ির অভ্যন্তরে ব্যবহার করা বিপদজনক হতে পারে
- বাড়ির মালিকদের তুলনায় ভাড়াটেদের জন্য টেকসই ও পরিবেশবান্ধব বিকল্পের সংখ্যা সীমিত
- খুব ছোট পরিবর্তনের মাধ্যমের শক্তি দক্ষতা এবং খরচ হ্রাস করা সম্ভব
যদিও সারা বছর ধরে অস্ট্রেলিয়া উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল থাকে – এ রকম কথা প্রচলিত রয়েছে, বাস্তবে তা সঠিক নয়।
আর যখন বাড়ির হিটিং সিস্টেমের প্রসঙ্গ ওঠে, অস্ট্রেলিয়ান বাড়িগুলি তখন সাধারণত উত্তর গোলার্ধের বাড়িগুলিকে পিছনে ফেলে দেয়।

ভোক্তা অ্যাডভোকেসি গ্রুপ চয়েসের একজন হোম হিটিং বিশেষজ্ঞ ক্রিস বার্নসের মতে, অস্ট্রেলিয়ায় সেন্ট্রাল হিটিং খুব প্রচলিত কিছু নয়।
যদিও যারা পুরো বাড়ি উষ্ণ রাখতে পছন্দ করে, তাদের মধ্যে এটি এখনও জনপ্রিয় রয়ে গেছে ।
তিনি বলেন, সেন্ট্রাল হিটিং সিস্টেমগুলির নেতিবাচক দিক হচ্ছে, এগুলি স্প্লিট সিস্টেমের তুলনায় বেশি ব্যয়বহুল হয়ে থাকে।
ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ফিউচারসের সহযোগী অধ্যাপক ও গবেষণা পরিচালক, জার্মানিতে জন্মগ্রহণকারী ড: ভেন টেসকে-র এ বিষয়ে নিজের অভিজ্ঞতা রয়েছে।

ড: টেসকে বলেন, যে সমস্ত বাড়ির মালিকেরা এমিশন বা নির্গমন-মুক্ত উপায়ে বাড়ি উষ্ণ রাখতে চান, তাঁদের জন্যে বিকল্প উপায় রয়েছে।
তবে সেগুলোর বেশিরভাগই ভাড়াটেদের জন্যে সহজলভ্য নয় কারণ সেগুলোকে ইনস্টল করার প্রয়োজন হয়।
সবচেয়ে সাশ্রয়ী উপায়গুলির মধ্যে একটি হল একটি হিট-পাম্প, বিশেষত যখন এটি সৌর প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করে কাজ করে।
ড: টেসকে বলেছেন, পরিবেশবান্ধব উপায়ে বাড়ি উষ্ণ রাখা দীর্ঘমেয়াদে আপনার পকেটের জন্যও সাশ্রয়ী হবে।

আর মি: বার্নেস বলেন, অস্ট্রেলিয়ার পরিবর্তনশীল আবহাওয়াও এখানকার হিটিং সিস্টেম এবং বাড়িতে ব্যবহৃত যন্ত্রপাতি বেছে নেয়ার পেছনে বড় কারণ হিসেবে কাজ করে।
স্টেট ও টেরিটরিগুলির সরকার তাদের শক্তি দক্ষতা উন্নত করার জন্য অধিবাসীদেরকে সহায়তা প্রদান করে থাকে। বাড়ির হিটিং সিস্টেম উন্নত করার প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম আপগ্রেড এবং ক্রয়ের জন্য বিশেষ ছাড় ও আর্থিক প্রণোদনা এবং সেইসাথে বাসিন্দাদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ।

অ্যান্ড্রু রেডাওয়ে অস্ট্রেলিয়ান এনার্জি ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট হিসাবে কাজ করেন। তাঁর প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সরকারের সাথে মিলে ভাড়াটেদের বিনামূল্যে হোম এনার্জির মূল্যায়ন বা এসেসমেন্ট করে থাকে।
এ ধরনের মূল্যায়ন প্রক্রিয়া মূলত বাড়িঘরের হিটিং সিস্টেমের জন্যে ব্যবহৃত সরঞ্জাম ও বিল্ডিং এর গঠনগত বৈশিষ্ঠ্যের দিকে নজর দেয়।
মি: রেডাওয়ে বলেন, শক্তির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহারও অনেক গুরুত্বপূর্ণ।

ড: টেসকে উল্লেখ করেন, পরিবেশবান্ধব উপায়ে বাড়ি উষ্ণ রাখা বাড়ির মালিকদের তুলনায় ভাড়াটেদের জন্যে তুলনামূলক কঠিন হয়।
যারা বৈদ্যুতিক হিটিং সিস্টেম ব্যবহার করে তাদের জন্য, পরিবেশবান্ধব বা গ্রীন এনার্জি সরবরাহ করে এরকম একটি ইউটিলিটি কোম্পানির কাছ থেকে সংযোগ নিয়ে উল্লেখযোগ্যভাবে এমিশন কমিয়ে আনা সম্ভব হতে পারে।
কিন্তু যখন গ্যাস হিটিং সিস্টেমের প্রসঙ্গ আসে, তখন নির্গমন-মুক্ত বিকল্প উপায় আর সম্ভব হয় না বলে জানিয়েছেন ড: টেসকে।
মি: রেডাওয়ে বলেন, এনার্জি বিল কমানোর জন্যে বাড়ির মালিক বা ভাড়াটে সবার জন্যই একটি বিকল্প উপায় রয়েছে, সেটি হচ্ছে ড্রাউট সিলিং।
তবে আপনি যে হিটিং সিস্টেমটিই বেছে নিন না কেন, সবার নিরাপত্তাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
নিউ সাউথ ওয়েলস এর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মতে, শীতের মাসগুলিতে বাড়িতে অগ্নিকান্ডের সংখ্যা শতকরা ১০ ভাগ বেড়ে যায়। হিটার এবং বৈদ্যুতিক কম্বলের কারণে শয়নকক্ষ এবং লাউঞ্জ রুমেও আগুন লাগার ঘটনা বেশি ঘটে।
কর্তৃপক্ষ সাধারণত বাইরে ব্যবহার্য কোনো গরম বা রান্নার সরঞ্জাম বাড়ির অভ্যন্তরে ব্যবহার না করার জন্যে সতর্ক করে দিয়েছেন। যার মধ্যে রয়েছে হিট বিডস্, কাঠকয়লা বা চারকোল, ও এলপিজি বা গ্যাসকে জ্বালানী উৎস হিসাবে ব্যবহার করা। আর এসব সরঞ্জাম ব্যবহারের আগে অবশ্যই প্রস্তুতকারকের পরামর্শ দেখে নেয়া উচিত।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









