SBS Examines: মিসইনফরমেশন বা ভুল তথ্য কীভাবে ভিসা-নির্ভর নির্যাতনের সুযোগ তৈরি করে দেয়

Visa rejection, immigration challenges, or geopolitical issues. Hand discarding visa into trash bin against world map background. Minimalist art collage

A hand discarding a visa into a trash bin against a world map background. Visa rejection, immigration challenges, or geopolitical issues. Source: iStockphoto / Lari Bat/Getty Images

অভিবাসন ব্যবস্থা জটিল এবং বিভ্রান্তিকর। বিশেষজ্ঞদের মতে, সহজলভ্য সহায়তা ও নির্ভরযোগ্য তথ্যের অভাবই ভিসা-নির্ভর নির্যাতনের সুযোগ তৈরি করছে।


সুনীল ফেসবুক মার্কেটপ্লেস থেকে একটি গাড়ি কিনেছিলেন, কিন্তু গাড়ি নিয়ে বের হওয়ার পর সেটি থেকে অদ্ভুত শব্দ হতে থাকে।

তিনি গাড়ির মালিককে বিষয়টি জানান, কিন্তু মালিক চান সুনীল তবুও গাড়িটি কিনুক। শেষ পর্যন্ত সুনীল সিদ্ধান্ত নেন গাড়িটি নিজেই সারাই করাবেন এবং মালিককে মেরামতের খরচ বাদে বাকি টাকা দেবেন।

“মালিক আমাকে হুমকি দিতে শুরু করে এবং বলে তার আইনজীবী আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আদালতে দেখা হবে,”—এসবিএস এক্সামিনস-কে জানান সুনীল।

“কিন্তু আমি ভিসা নিয়ে এদেশে অবস্থান করছি, ও আদালতে যাওয়া নিয়ে আমি ভিসায় সমস্যা হতে পারে ভেবে উদ্বিগ্ন ছিলাম। সে ভয়েই আমি নিজেই অতিরিক্ত খরচ দিয়ে গাড়িটি ঠিক করিয়ে নিই।”

সুনীল বলেন, এমন ধরনের ভাবনা অনেক ভিসাধারীর মধ্যেই দেখা যায়।

“আমার কমিউনিটিতে একটা বড় ভয় হলো—যদি কোথাও জরিমানা হয়, সেটার কারনেই ভিসা বাতিল হয়ে যাবে। যদিও তারা জানেন যে, অনেক ক্ষেত্রেই তারা হয়ত দোষী নন বা ভুল করে জরিমানা হয়েছে, তবু তারা সেটা পরিশোধ করে ফেলেন, শুধু ভিসা নিয়ে ঝামেলা এড়ানোর জন্য,”—তিনি বলেন।
ইমিগ্রেশন অ্যাডভাইস অ্যান্ড রাইটস সেন্টারের প্রধান আইনজীবী অ্যান ইমানুয়েল বলেন, এই ভয় এবং ভুল ধারণার বড় অংশটাই তৈরি হয়েছে অভিবাসন ব্যবস্থার জটিলতা থেকে।

“আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে প্রায়ই শুনি যে তাদের বলা হয়েছে ভিসা বাতিল হয়ে যাবে বা তারা দেশে ফেরত পাঠানো হবে... এর পেছনে একটা বড় কারণ হলো—অভিবাসন ব্যবস্থা খুব জটিল একটা প্রক্রিয়া; এটি সরল বা সহজভাবে বোঝা যায় না,”—বলেছেন তিনি।

অ্যান ইমানুয়েল জানান, ভিসা-নির্ভর নির্যাতন সবচেয়ে বেশি দেখা যায় কর্মক্ষেত্র এবং পারিবারিক সহিংসতার মাধ্যমে।

“যদি তারা অভিযোগ করেন বা সেই জায়গা ছেড়ে যেতে চান, তাহলে পরিণতি কী হবে—এই নিয়ে অনেক বড় ভয় কাজ করে,”—তিনি বলেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand