মাউন্ট বুলার, ফলস ক্রিক কিংবা থ্রেডবো: অস্ট্রেলিয়ার বরফ ঢাকা পাহাড়ে ভ্রমণের জন্য যা করণীয়

Perisher village 8 chair lift

Perisher Valley chair lifts. Source: Moment RF / Keith McInnes Photography/Getty Images

তুষারপাত আপনি কতটা ভালোবাসেন? অথবা আপনি কি কখনও বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখার অভিজ্ঞতা নিয়েছেন? টোবোগানিং, স্কিইং, স্নো বল যুদ্ধ — অথবা শুধু প্রথমবারের মতো বরফঝরার দৃশ্য দেখার স্বপ্ন — যাই হোক না কেন, অস্ট্রেলিয়া-র স্নোফিল্ডস গুলো এক জাদুকরী অভিজ্ঞতা দেয়।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • অস্ট্রেলিয়ার প্রধান তুষারপ্রবণ গন্তব্যগুলো নিউ সাউথ ওয়েলস (NSW), ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্যের মধ্যে বা আশেপাশে অবস্থিত
  • আল্পাইন এলাকায় গাড়ি চালানোর আগে আপনার গাড়ির জন্য স্নো চেইন দরকার কিনা তা নিশ্চিত হয়ে নিন
  • আপনার সময়কে আরও উপভোগ্য করতে উষ্ণ পোশাক, গ্লাভস এবং স্নো বুট সঙ্গে নিন
'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' প্রতিবেদনের এই পর্বে, আমরা আপনাকে জানাবো কীভাবে আপনার স্নো ট্রিপ বা বরফ আচ্ছাদিত এলাকা ভ্রমণের পরিকল্পনা করবেন: কী কী নিতে হবে, কোথায় কোথায় যাওয়া ভালো, আর কীভাবে গরম, নিরাপদ এবং অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত থাকবেন।

যদিও অস্ট্রেলিয়া সাধারণত তার রোদঝলমলে সমুদ্রতীর এবং গ্রীষ্মকালীন ছুটির জন্য বিখ্যাত, দেশটিতে কিছু অসাধারণ তুষারঢাকা জায়গাও আছে যা শীতকালে প্রাণবন্ত হয়ে ওঠে।

তাহলে, অস্ট্রেলিয়া-তে কোথায় আপনি বরফ পাবেন?

অস্ট্রেলিয়া-র প্রধান বরফ আচ্ছাদিত এলাকা হলো নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ), ভিক্টোরিয়া, এবং টাসমানিয়া — প্রতিটি অঞ্চলে রয়েছে মনোমুগ্ধকর আল্পাইন ল্যান্ডস্কেপ এবং বরফ উপভোগের নানা উপায়। স্কি রিসর্টস থেকে শুরু করে ন্যাশনাল পার্ক, এই এলাকাগুলোতে প্রতিটি বরফপ্রেমীর জন্য কিছু না কিছু আছে।
Girl On Toboggan Sliding Down On Snow
Pack warm clothing, gloves, and snow boots to make the most of your time at the snowy mountains. Source: Moment RF / Kinson C Photography/Getty Images
সবচেয়ে জনপ্রিয় কিছু রিসর্ট হলো: এনএসডব্লিউ'র পেরিশার, থ্রেডবো, আর ভিক্টোরিয়ার মাউন্ট বুলার এবং ফলস ক্রিক। প্রতিটির আছে নিজস্ব আকর্ষণ, আকার, জমির গঠন, আর ভিন্ন ধরণের অভিজ্ঞতা — যেমন নতুনদের জন্য সহজ স্লোপ থেকে শুরু করে চ্যালেঞ্জিং রান আর প্রাণবন্ত গ্রামীণ আবহ পর্যন্ত।

নিউ সাউথ ওয়েলস

অলিভিয়ার কাপেটানাকোস হলেন ট্যুরিজম স্নোই মাউন্টেনস এনএসডব্লিউ-এর ডিরেক্টর।

তিনি বলেন, যদিও অস্ট্রেলিয়া একটি দ্বীপ রাষ্ট্র হিসেবে সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর জন্য বেশি পরিচিত, তবে দেশের তুষারাবৃত পাহাড়গুলো — যেমন অস্ট্রেলিয়ান আল্পস — বিশ্বমানের দিক থেকে উচ্চতায় তুলনামূলকভাবে কম।

মি. অলিভিয়ার বলেন, "মাউন্ট কসিয়াসজকো, অস্ট্রেলিয়া-র সর্বোচ্চ পয়েন্ট যেটি মাত্র ২,২০০ মিটার। খুব একটা উঁচু নয়, কিন্তু ব্যতিক্রমীভাবে অস্ট্রেলিয়ায় চার-পাঁচটি চমৎকার বরফ এলাকা রয়েছে।"

যদি আপনি নিউ সাউথ ওয়েলস-এর স্নোই মাউন্টেনস-এ ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে কোথায় থাকবেন তা অনেকটা নির্ভর করবে আপনার পরিকল্পনার উপর — বিশেষ করে যদি আপনি স্কি করতে চান বা শিখতে চান। কিছু আবাসন সোজাসুজি স্লোপস-এর পাশে, আবার কিছুটা দূরের শহরগুলোতে — যেগুলো আরও সাশ্রয়ী এবং পরিবারবান্ধব।
Education - Dad and baby son is playing in the snow
You don't have to be skiing to have fun in the snow. Source: Moment RF / Lesley Magno/Getty Images
মি. অলিভিয়ার পরামর্শ দেন, যদি আপনি স্কি করতে বা শিখতে না চান, তাহলে সেলউইন এক দারুণ জায়গা যেখানে আপনি বরফ উপভোগ করতে পারেন এবং নানা কার্যক্রমে অংশ নিতে পারেন।

ভিক্টোরিয়া

যদি আপনি বরফের পাহাড় ভ্রমণের জন্য ভিক্টোরিয়া যান, তাহলে আল্পাইন শায়ার এলাকা বিবেচনা করতে পারেন। এখানে আছে ছবির মতো শহর এবং জনপ্রিয় স্কি রিসর্টস-এ প্রবেশের সুযোগ।

আল্পাইন শায়ার–এর মেয়র কাউন্সিলর সারাহ নিকোলাস বলছেন, এই অঞ্চলটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ-এর পাদদেশে অবস্থিত, যা ভিক্টোরিয়া-র মধ্য দিয়ে প্রবাহিত।

মিজ সারাহ বললেন, "দুইটি বড় স্কি রিসর্ট হলো মাউন্ট হথর্ন আর ফলস ক্রিক। ডিনার প্লেন-এও কিছু স্কি লিফট রয়েছে, এবং এটি নতুনদের জন্য এবং টোবোগানিং-এর জন্য দারুণ উপযুক্ত। মাউন্ট বাফেলো আরেকটি জায়গা যেখানে মানুষ গাড়ি চালিয়ে বরফে ঢুকতে পারে এবং সেখানকার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে।"

মাউন্ট বুলার হলো ভিক্টোরিয়ার সবচেয়ে জনপ্রিয় বরফ গন্তব্যগুলোর একটি, যা সব স্তরের স্কিয়ার এবং স্নোবোর্ডারদের আকর্ষণ করে।

ভিজিট ভিক্টোরিয়ার মতে, এখানে নতুন, মধ্যম এবং দক্ষ স্তরের টেরেইন বা ভূখন্ডের চমৎকার সমন্বয় আছে, সঙ্গে রয়েছে একটি সুন্দরভাবে গড়ে ওঠা গ্রাম এবং সহজে পাওয়া যায় এমন পর্বতারোহণের কিছু টুকিটাকি জিনিস, যা এটিকে বরফপ্রেমীদের জন্য একটি সম্পূর্ণ সহজগম্য করে তোলে।
Skiing at a resort with foggy conditions
Skiing at a resort with foggy conditions at Mt Buller, a few hours drive from Melbourne, Victoria, Australia Source: Moment RF / Kieran Stone/Getty Images
মি. অলিভিয়ার বলেন, এটি বিশেষভাবে মেলবোর্ন থেকে আগত দর্শনার্থীদের জন্য সুবিধাজনক।

আপনি স্নো ট্রিপে কী কী করতে চান, তার একটা স্পষ্ট ধারণা থাকলে আপনি সহজে ঠিক করতে পারবেন আপনি কতদিন থাকবেন — সপ্তাহান্তের একটি ছোট ছুটিতে, নাকি দীর্ঘ অ্যাডভেঞ্চার।

মিজ সারাহ বলেন, অনেক মানুষ শুধুমাত্র এক দিনের জন্য আসেন এবং বেশ উপভোগ করেন, কিন্তু তারা সাধারণত স্কি করেন না।
A Female Tourist is Taking Photos with a Digital Camera
The summit of kunanyi / Mount Wellington offers fantastic views of Hobart with snow on the plant top. Source: Moment RF / wenyi liu/Getty Images

টাসমানিয়া

টাসমানিয়াতেও পরিবারের জন্য দারুণ স্নো ট্রিপ অভিজ্ঞতার সুযোগ আছে।

ট্যুরিজম টাসমানিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অ্যান্ড ইভেন্টস ম্যানেজার স্যান্ড্রা ব্র্যাডি বলেন, মাউন্ট ওয়েলিংটন পরিবারগুলোকে তুষারের মধ্যে উষ্ণ স্মৃতি গড়ার এক দারুণ সুযোগ দেয়।

টাসমানিয়ার আরও কিছু এলাকা, যেখানে আপনি বরফ উপভোগ করতে পারেন, সেগুলো হোবার্ট থেকে গাড়ি চালিয়ে যেতে লাগবে মাত্র ৯০ মিনিট।

মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কে রয়েছে ক্রস-কান্ট্রি স্কিইং-এর সুযোগ, যদিও তা সাধারণত স্কি ক্লাবস–এর মধ্যেই হয়ে থাকে।

টাসমানিয়ার দর্শনার্থীদের জন্য, বেন লোমন্ড ন্যাশনাল পার্ককে স্কি করার জন্য শীর্ষ গন্তব্য হিসেবে উল্লেখ করেছেন মিজ স্যান্ড্রা।
SNOW talents.png
From the left: Sarah Nicholas, Olivier Kapetanakos, Sandra Brady

স্নো ট্রিপে যাবার আগে কী কী প্রস্তুতি নেবেন

বরফঢাকা পাহাড়ে ও এই তিনটি স্টেট জুড়ে যেসব এলাকায় আপনি যাবেন, সেগুলোতে নিরাপদ থাকার জন্য সঠিক সেফটি গিয়ার বা নিরাপত্তা দেবে এমন ইকুইপমেন্ট ব্যবহার করা জরুরি।

মি. অলিভিয়ার বলেন,"ন্যাশনাল পার্কগুলো সাথে চেইন নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। আর যদি আপনার গাড়ি সাধারণ সেডান হয়, যাতে ফোর-হুইল ড্রাইভ বা অল-হুইল ড্রাইভ না থাকে, তাহলে আপনাকে ড্রাইভ হুইলস-এ চেইন লাগাতে হবে।"

বরফঢাকা এলাকায় গাড়ি চালালে আপনাকে বরফের চেইনস এর প্রয়োজন কিনা, তা আগেই চেক করে নিন। সবসময় রোড সাইনস আর আবহাওয়ার সতর্কবার্তার প্রতি খেয়াল রাখুন যেন আপনার যাত্রা নিরাপদ ও মসৃণ হয়।

আর বরফে ভালো সময় কাটাতে অবশ্যই গরম জামা, দস্তানা এবং স্নো বুটস নিতে ভুলবেন না।

মি. অলিভিয়ের বলেন,"বিশেষভাবে বানানো স্নো ক্লোদিং বা পরিধেয় কাপড় আপনার থাকা দরকার, আর সাধারণত সেগুলি হওয়া উচিত একাধিক।"

একটি স্নো ট্রিপ খুব দ্রুতই ব্যয়বহুল হয়ে যেতে পারে। থাকা-খাওয়া, পার্কে প্রবেশ ফি, লিফট পাস, বরফের পোশাক, এমনকি গাড়ির চেইন — সব মিলে বেশ কিছু খরচ আছে।

তবে আপনি বাজেট বাঁচাতে পারেন যদি স্নো গিয়ার না কিনে ভাড়া করেন এবং নিজের খাবার ও স্ন্যাকস সঙ্গে নিয়ে যান, কারণ আল্পাইন এলাকায় এগুলোর দাম বেশি।

প্রথম তুষারকণার স্পর্শ থেকে শুরু করে গরম চকলেটের শেষ চুমুক পর্যন্ত, একটি স্নো ট্রিপ আপনাকে দিয়ে যাবে আজীবনের স্মৃতি — বিশেষ করে যদি এটি আপনার প্রথমবার হয়। আর এটা কেবল স্কি করার বিষয় না — আছে টোবোগানিং, স্নোবল ফাইট, মনকাড়া দৃশ্য, আর অনেক অনেক আনন্দের মুহূর্ত।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আপনার নতুন জীবনে অস্ট্রেলিয়ায় মানিয়ে নিতে আরও তথ্য ও টিপস পেতে অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।

আপনার কি কোনো প্রশ্ন আছে? বা কোনো বিষয় নিয়ে জানতে চান? আমাদের ইমেল করুন: australiaexplained@sbs.com.au.

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand