নিউ সাউথ ওয়েলসের সড়কে গত এক মাসেই বেশ অনেকগুলি দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ শেষ হবার আগেই তার আগের সাত দিনে মারা গেছেন আটজন।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেছেন, পুলিশ চায় না মৃতের সংখ্যা আরও বাড়ুক।
ভিক্টোরিয়াতেও সড়ক দুর্ঘটনার হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের পরিবহন দুর্ঘটনা কমিশনের সিইও ট্রেসি স্ল্যাটার জানিয়েছেন, ২০০৮ সালের পর এ বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।
নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার এই দুর্ঘটনার পরিসংখ্যান কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।
অস্ট্রেলিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত গত বারো মাসে গাড়ি দুর্ঘটনায় ১,২৫৩ জন মৃত্যু বরণ করেছে, আর এই সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
এতে আরও দেখা গেছে, সাউথ অস্ট্রেলিয়ায় সড়কে মৃত্যুর হার গত বছরের একই সময়ের তুলনায় ৬১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ক্রিস মিনস বলছেন, কোভিড-১৯ মহামারির লকডাউন ও নানা নিষেধাজ্ঞার পর মানুষ আবার বের হতে শুরু করেছে, দুর্ঘটনার সংখ্যা বাড়ার এটাও কারণ হতে পারে।
অ্যাম্বার কমিউনিটি, যেটি আগে রোড ট্রমা সাপোর্ট সার্ভিসেস ভিক্টোরিয়া নামে পরিচিত ছিল, সংস্থাটি সড়ক দুর্ঘটনায় পতিতদের ট্রমা কাটাতে বিনামূল্যে সহায়তা এবং পরামর্শ প্রদান করে থাকে।
তাদের সিইও বার্নাডেট নুজেন্ট বলেছেন যে রাস্তার ট্রমা এবং মারাত্মক দুর্ঘটনাগুলি সবসময় যে উচ্চ ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে হয়ে থাকে এমনটা নয়, অতি সাধারণ কোনো ভুলও এর জন্য দায়ী হতে পারে।
ট্রেসি স্ল্যাটার বলেছেন যে অনেকেই ভাবেন বেশিরভাগ দুর্ঘটনা ঘটে তরুণ ড্রাইভারদের কারণে, কিন্তু এটাও সঠিক নয়।
তবে নিউ সাউথ ওয়েলস সরকার এখন একটি নতুন ডিমেরিট পয়েন্ট রিটার্ন স্কিমও পরীক্ষা করে দেখছে, মিনিস্টার অব রোডস জন গ্রাহাম বলেছেন যে এই পদ্ধতি ভাল ড্রাইভিংকে উত্সাহিত করবে বলে আশা করা হচ্ছে।
সড়কে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা অস্ট্রেলিয়ার রাজ্যগুলির কাছ থেকে তাদের দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করার কথা মনে করিয়ে দিচ্ছে।
অস্ট্রেলিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বলছে, ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ প্রাণহানি কমানোর জাতীয় লক্ষ্য ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে, তবে তারপরেও সড়ক দুর্ঘটনার মূল কারণ এবং আইন প্রয়োগের ধরণ সম্পর্কে তাদের তথ্য জানা অতীব গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও এই আহ্বানের সাথে একমত পোষণ করছে।
এ-এম-এ বলছে, ভিক্টোরিয়া রাজ্যের পরিসংখ্যান দেখাচ্ছে যে সেখানে ই-স্কুটার সম্পর্কিত দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে অন্যান্য স্টেটেও এই প্রবণতা প্রভাব ফেলছে কিনা, তথ্যের অভাবে তা জানা যাচ্ছে না।
তবে বার্নাডেন্ট নুজেন্ট বলছেন, দুর্ঘটনার পেছনে আসল কারণ যা-ই হোক, এর ফলে মানুষের ক্ষতি ও ট্রমার প্রভাব অনেক গভীর।
তিনি বলেন, সমাজের প্রত্যেকেরই একে অপরকে সুরক্ষিত রাখার দায়িত্ব রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।











