(বিঃ দ্রঃ এই প্রতিবেদনের কিছু অংশ পাঠক-শ্রোতাদের বিচলিত করতে পারে)
সিডনির দক্ষিণ-পশ্চিমে গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটে রেভসবি এলাকার এম ফাইভ মোটরওয়েতে, এর পরপরই জরুরি পরিষেবাগুলিকে ডাকা হয়েছিল।
ব্যাঙ্কসটাউন পুলিশ সূত্রে জানা যায় যে দুর্ঘটনায় পড়া মিত্সুবিশি ইভিও গাড়িটি পূব দিকে যাচ্ছিলো, এক সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গার্ড রেলের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়।
উপস্থিত নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা ১৭ বছর বয়সী কিশোর চালককে ঘটনাস্থলে মৃত ঘোষণা করে৷
ফায়ার অ্যান্ড রেসকিউ এনএসডব্লিউ দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
পুলিশ দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি তদন্ত করছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্তের ফলাফল জানা যায়নি।
এসবিএস বাংলা নিহত কিশোরের বাবা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ করলে তাঁর পুত্রের নাম মাহিউদ্দিন বলে জানান।
বুধবার দুপুর একটায় সিডনির প্রেস্টন মসজিদে মাহীউদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মি. গিয়াসউদ্দিন জানান, তাঁর পুত্র যথেষ্ট দায়িত্ববান ছিল, কিছুদিন আগে সে প্রভিশনাল লাইসেন্স পায়। আগামী বছর তার দ্বাদশ পরীক্ষা দেয়ার কথা ছিল। তাঁর দু'সন্তানের মধ্যে মহিউদ্দিন ছিল ছোট।
হতভাগ্য পিতা বলেন, "আমার এতটুকুই সান্ত্বনা তার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।"
তিনি 'পি' লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন।
এসবিএস বাংলার কাছে মি. গিয়াসউদ্দিনের দেয়া প্রতিক্রিয়া শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।









