প্রতি বছরই কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে প্রতারণা করে আসছে এবং এতে ভিসা প্রত্যাশীরা বিপুল অর্থ খোয়াচ্ছেন।
ভিসা প্রত্যাশীরা যেন কোন ভিসা স্ক্যামের শিকার না হন সে বিষয়ে সতর্ক করেছেন মেলবোর্নের রেজিস্টার্ড মাইগ্রেশান এজেন্ট সাইয়েদ ফারুক।
তিনি বলেন, ভিসা সংক্রান্ত তথ্যের জন্য অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইটই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস।
এছাড়া আপনার জন্য কোন ভিসা প্রযোজ্য তা জানতে পেশাদার মাইগ্রেশন এজেন্টদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
মি. সাইয়েদ ফারুক এ বিষয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
বিঃ দ্রঃ এই সাক্ষাৎকারে ব্যক্ত মতামত ও তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোনও আইনি বা পেশাদার পরামর্শ নয়। অভিবাসন সংক্রান্ত নির্দিষ্ট পরামর্শের জন্য নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা অনুরোধ করা হচ্ছে।
আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন, সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভার্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: immi.homeaffairs.gov.au
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।