আজকের শীর্ষ খবর:
- এ বছরের কিং’স বার্থডে অনার্স লিস্টে ৭৩৭ জন অস্ট্রেলিয়ানকে সম্মানিত করা হয়েছে, যাদের মাঝে অভিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ড. কার্ল লি। সুপারকারস অস্ট্রেলিয়ার মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করে মোটরস্পোর্টে চিকিৎসা সেবার জন্য তিনি মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়াতে ভূষিত হয়েছেন।
- অস্ট্রেলিয়ার মিডিয়া ইন্ডাস্ট্রিতে অসমতা এবং সুযোগের অভাবের কারণে নারী-কর্মীদের অসন্তোষ রেকর্ড উচ্চতায় উপনীত হয়েছে। দ্য উইমেন ইন মিডিয়া গ্রুপের ২০২৪ সালের ইন্ডাস্ট্রি ইনসাইটস রিপোর্টে দেখা গেছে, এই খাতে কর্মরত নারীদের অসন্তুষ্টির হার ৫৭ শতাংশ; যার ফলে তারা ব্যাপক হারে এই খাত থেকে বের হয়ে যেতে পারেন।
- একটি পাবলিক হেলথ ক্যামপেইনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টিক-টক ব্যবহার করা হবে। এর মাধ্যমে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ানকে উৎসাহিত করা হবে ভ্যাপিং এবং ধূমপান ত্যাগ করতে। হেলথ মিনিস্টার মার্ক বাটলার আজ ৬৩ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন প্রচার শুরু করছেন। “গিভ আপ ফর গুড” নামের এই বিজ্ঞাপনটির মাধ্যমে, বিগত প্রায় দশ বছরের মাঝে এবারই প্রথম টার্গেট করা হচ্ছে সিগারেটের ব্যবহার এবং ভ্যাপিংয়ের ক্ষতিকর দিকগুলোর প্রতি।
- ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানৎস। এই সিদ্ধান্তটিকে ‘কঠিন ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন তিনি। এদিকে, গাজায় মানবিক পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। গত ৭ অক্টোবরের হামলার পর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে, গাজায় ৩৭ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









