আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে তাপপ্রবাহ অব্যাহত থাকায় চরম অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়া। কান্ট্রি ফায়ার অথরিটি সতর্ক করেছে যে, সাউথ ওয়েস্ট ফায়ার ডিস্ট্রিক্টের বাসিন্দাদের তাদের বুশফায়ার প্লান সক্রিয় করা উচিত। এছাড়া, এ বিষয়ে হালনাগাদ খবর রাখার জন্যও তাদেরকে বলা হয়েছে।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হওয়ায়, রাজ্যটির পূর্বাঞ্চলের জন্য তীব্র বিরূপ আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছে ব্যুরো অব মিটিওরোলজি। ভারী বৃষ্টিপাতের কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলের অভ্যন্তরভাগ থেকে ইউক্লা এলাকা পর্যন্ত প্রাণঘাতী আকস্মিক বন্যা হতে পারে।
- সপ্তাহান্তে একটি সঙ্গীত উৎসবে, সন্দেহভাজন ড্রাগ ওভারডোজ থেকে এক ব্যক্তির মৃত্যু হওয়ার পর, ভিক্টোরিয়ান সরকারকে পিল-পরীক্ষার বিষয়ে তাদের অবস্থান পুনঃমূল্যায়ন করার আহ্বান জানানো হচ্ছে। ২৩ বছর বয়সী সেই যুবককে পিচ মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল থেকে গুরুতর অবস্থায় বিমানে করে মেলবোর্নে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, এরপরও তাকে বাঁচানো যায় নি।
- গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়াতে বসবাসকারী একটি পরিবারের ১০ জন সদস্যই নিহত হয়েছেন ইসরায়েলের বিমান হামলায়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স গ্রুপ এ কথা বলেছে। এই গ্রুপটি গতকাল রবিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে নিষ্প্রাণ মৃতদেহগুলোকে টেনে এনে কম্বলে মুড়িয়ে দিচ্ছে।
- সৌদি আরবে রবিবার পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার থেকে সেখানে রোযা শুরু হয়েছে। বিশ্ব জুড়ে ১.৮ বিলিয়ন মুসলমানের মধ্যে অনেকেই রোযা রাখছেন।
- টাইব্রেকারে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৪ মিনিটের মাথায় গোল করেন ভারতের আনুশকা কুমারিয়া। তবে, দ্বিতীয়ার্ধে মরিয়ম বিনতের গোলে বাংলাদেশ সমতায় ফিরলে অবশেষে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ৩-২ গোলে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








