আজকের শীর্ষ খবর:
- ভিক্টোরিয়ার গ্রেট ওশান রোডের একটি সমুদ্র সৈকতে প্রায় ডুবে যাওয়ার পরে দুই ব্যক্তি হাসপাতালে রয়েছেন। এতে ঘটনাস্থলেই তৃতীয় একজনের মৃত্যু হয়। জীবিতদের মধ্যে একজন মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন, অপরজন জিলংয়ের বারওয়ান হেলথ-এ স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
- নিউ সাউথ ওয়েলসের এক কারারক্ষীর বিরুদ্ধে রাজ্যের হান্টার ভ্যালিতে এক কয়েদির উপর হামলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযোগ করেছে যে, সেসনকের শর্টল্যান্ড কারেকশনাল সেন্টার-এ এ বছরের জানুয়অরিতে একজন পুরুষ বন্দীকে লাঞ্ছিত করেছিলেন একজন কারেকশনাল অফিসার।
- আলবেনিজি সরকার বলেছে যে, হাইকোর্টে আসা আরেকটি যুগান্তকারী মামলায়, অভিবাসন আটকে থাকা ২০০ জনেরও বেশি লোকের যুক্তির বিরুদ্ধে তারা যুক্তি দিবে। ASF-17 নামে পরিচিত একজন ইরানি নাগরিক স্বাধীনতার জন্য একটি লিগাল বিড করেছেন, যা সফল হলে, তার মুক্তি এবং আরও প্রায় ১৫০ জন মুক্তি পেতে পারে।
- পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন ইওরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। নীতিগতভাবে চুক্তিটি মেনে নেওয়া হয়েছে। তবে, এখন সম্পূর্ণরূপে অনুমোদনের জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
READ MORE

পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচার উপায়








