আজকের শীর্ষ খবর:
- হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে উচ্ছ্বসিত জনতা বাংলাদেশের রাজপথে। সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতির বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের সূচনা শেষ পর্যন্ত একটি বিদ্রোহে পরিণত হয়, যা তাকে পদত্যাগে বাধ্য করে। কয়েক সপ্তাহের সহিংস অস্থিরতার পরে তার ১৫ বছরের ক্ষমতার অবসান হয়।
- মধ্যপ্রাচ্যে সহিংসতা প্রতিরোধে বিরামহীনভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টোনি ব্লিংকেন। পশ্চিম ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার আগে তার এই মন্তব্য এসেছে। সেখানে কয়েকজন মার্কিন কর্মী নিহত হয়েছে। এদিকে, গত সপ্তাহে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
- সুদের হার স্থির রেখেছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। ফলে অতিরিক্ত ঋণ পরিশোধের ভোগান্তি পোহাতে হবে না ঋণগ্রহীতাদের। মূল সুদের হার ২০২৩ সালের নভেম্বর থেকে ৪.৩৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিশ্বাস করে যে, অর্থনীতিকে ধীর করার জন্য এটি যথেষ্টই চড়া এবং এটি এখনও উচ্চ মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে।
- নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আবাসন নীতির বিরুদ্ধে আজ প্রতিবাদ করেছেন ডিজেবিলিটি সমর্থকরা। তারা বলেছেন যে, প্রতিবন্ধী এবং বয়স্ক অস্ট্রেলিয়ানদের প্রতি এই নীতিমালা বৈষম্যমূলক। মাত্র দু’টি অস্ট্রেলিয়ান স্টেটের মধ্যে একটি হলো এনএসডব্লিউ, যেগুলো নতুন বাড়ির জন্য ম্যান্ডেটোরি অ্যাকসেসিবেলিটি স্ট্যান্ডার্ডস-এ স্বাক্ষর করতে অস্বীকার করেছে। বিক্ষোভকারীরা সেজন্য নিউ সাউথ ওয়েলসের নিন্দা করে।
- প্যারিস অলিম্পিকে মিশরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। সোনার লড়াইয়ে তাদের বিপক্ষে রয়েছে স্পেন। ফ্রান্স ফুটবল দল এর আগে অলিম্পিকে সোনা জিতেছিল ১৯৮৪ সালে। স্পেনও অলিম্পিকে সর্বশেষ সোনার পদক জিতে ১৯৯২ সালে। আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে তারা।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









