আজকের শীর্ষ খবর:
- খারাপ আচরণের জন্য সুপারমার্কেটগুলোকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। ফুড অ্যান্ড গ্রোসারি কোডের একটি পর্যালোচনায় এ রকম সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনের অধীনে, ১০ মিলিয়ন ডলার পর্যন্ত কিংবা একটি সুপারমার্কেটের বার্ষিক টার্নওভারের ১০ শতাংশ কিংবা কোনো আইনের লঙ্ঘনের মাধ্যমে তাদের অর্জিত সুবিধার তিনগুণ অর্থ জরিমানা করবে অস্ট্রেলিয়ান কনজিউমার কমিশন বা ACCC.
- ইসরায়েলি বিমান হামলায় অস্ট্রেলিয়ান সাহায্যকর্মী জোমি ফ্রাঙ্ককম নিহত হওয়ার বিষয়ে, ফেডারাল সরকারের বিশেষ উপদেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের একজন প্রাক্তন প্রধানের নাম উঠে এসেছে। অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল মার্ক বিন্সকিনের নাম ঘোষণা করেছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং।
- সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সরকারের রেকর্ডের সমালোচনার পর, ফেডারাল সরকার এখন কোয়ালিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে মানব পাচারকারীদের জন্য “বিনামূল্যে বিজ্ঞাপন” দেওয়ার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নর্দার্ন কিম্বার্লি রিজিওনে গত শুক্রবার বোটে করে একদল লোক এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে তৃতীয় বার এ রকম ঘটলো। এ নিয়ে অস্ট্রেলিয়ার বর্ডার অপারেশন, অপারেশন সভারিন বর্ডার্স পরিচালনার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনা করে কোয়ালিশন।
- সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ার পর, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে, ইসরায়েলের দূতাবাসগুলো “আর নিরাপদ নয়”। ইরানের সর্বোচ্চ নেতার একজন সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভিকে ইরানের একটি সংবাদ সংস্থা উদ্ধৃত করে বলেছে যে, দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর, ইসরায়েলের সঙ্গে সংঘাতকে আইনি ও বৈধ অধিকার বলে মনে করে ইরান সরকার।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








