অস্ট্রেলিয়ায় যেভাবে আপনার ট্যাক্স রিটার্নের প্রস্তুতি নেবেন

Australia Explained - Tax

From 1 July, if you are a resident for tax purposes, you are required to file a form declaring your earnings in the previous financial year against your tax deductions. Source: Moment RF / Neal Pritchard Photography/Getty Images

অস্ট্রেলিয়ার প্রত্যেক কর প্রদানকারী বাসিন্দাকে প্রতি বছর জুলাই মাসের এক তারিখের পরে পূর্ববর্তী অর্থবছরের সকল আয়-ব্যয় সম্পর্কিত হিসাব জমা দিতে হয়। এই হিসাব মূল্যায়ন করে এটিও অর্থাৎ অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস প্রাপ্য কর ফেরত দেয়, অথবা কোনো কর বাকি রয়ে গেছে কিনা সেটি জানিয়ে দেয়।


গুরুত্বপূর্ণ দিক:
  • ATO সাধারণত ট্যাক্স রিটার্নের ওয়েবসাইটে কিছু তথ্য আগে থেকে পূরণ করে রাখে, সেটি ব্যবহার করে ভুল এড়ানো ও সময় বাঁচানো সম্ভব।
  • ট্যাক্স এজেন্টের সাহায্য নিয়ে রিটার্ন দাখিল করলেই বড় অংকের কর ফেরত পাওয়া যাবে এমন ধারণা সঠিক নয়। এজেন্টরা সাধারণত সব নিয়ম মেনে চলে ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে সহায়তা করেন।
  • আয়ের উপর নির্ভর করে কোনো রিবেট বা সহায়তা পাওয়া যাবে কিনা তা জানতে ট্যাক্স ক্লিনিক বা ট্যাক্স হেল্প প্রকল্পের সাহায্য নেয়া যেতে পারে।
আপনি হয়ত নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন, অথবা প্রথমবারের মত দিচ্ছেন, এবং সেটি ট্যাক্স এজেন্টের সাহায্য নিয়ে হোক অথবা নিজে থেকে, সব ক্ষেত্রেই নিয়মগুলো সম্পর্কে আপনার জানা থাকা জরুরি।

এটিও-র সহকারী কমিশনার রবার্ট টমসন বলেন, করদাতারা নিজেরা ট্যাক্স রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত থাকে। তবে ট্যাক্স এজেন্টের মাধ্যমে জমা দিলে তার পরেও দেয়া যায়।

তবে জুলাই মাসের একেবারে শুরুর দিনগুলোতে হিসাব জমা না দেওয়ার পরামর্শ দেয়া হয়।
Australia Explained - Tax
Even for data that is automatically pre-filled in your tax return, it is best practice to crosscheck with your records and confirm it is correct Credit: adamkaz/Getty Images
মি. টমসন এর কারণ ব্যাখ্যা করে বলেন, জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করলে ট্যাক্স ফরমে অনেক তথ্য আগে থেকেই পূরণ করে রাখা হয়। তখন কাজটি সহজ হয়ে যায়।

সার্ভিসেস অস্ট্রেলিয়ার কমিউনিটি ইনফরমেশন অফিসার জাস্টিন বট বলেন, আপনি যদি সেন্টারলিংক থেকে কোনো আর্থিক সাহায্য পেয়ে থাকেন, আগে থেকে পূরণ করে রাখা তথ্যের মধ্যে সেটিও লেখা থাকে।

যারা কোনো ফ্যামিলি ট্যাক্স বেনিফিট বা চাইল্ড কেয়ার সাবসিডি পেয়ে থাকেন, অর্থ বছরের শেষে গিয়ে এই পেমেন্টগুলোর হিসাবে ভারসাম্য আনা হয়।

এ কাজটি করে থাকে সার্ভিসেস অস্ট্রেলিয়া। তারা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরে এটিও-র ট্যাক্স নোটিশ মূল্যায়নের উপর ভিত্তি করে সেই অর্থ বছরে আপনার যত আয় হওয়ার কথা ছিল, তার সাথে আপনার প্রকৃত আয় যত হয়েছে, সেটি তুলনা করে এই হিসাব করে থাকে।

হিসাবের পরে যদি দেখা যায় কেউ প্রাপ্যের চেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছেন, সে-ক্ষেত্রে তাদেরকে সেই টাকা ফেরত দিতে হয়। আর কেউ যদি প্রাপ্যের চেয়ে কম পেয়ে থাকেন, তখন সার্ভিসেস অস্ট্রেলিয়া তাদের বাকি টাকা এককালীন পেমেন্ট হিসেবে দিয়ে থাকে।

পূর্বে ঘোষিত আয়ের সাথে প্রকৃত আয় একেবারে মিলে গেলে এসব কিছুই করার দরকার পড়ে না।
Australia Explained - Tax
In Australia, taxpayers are entitled to the tax-free threshold. It means you can earn up to $18,200 each year without paying tax. Credit: jeangill/Getty Images
কেউ যদি বাড়ি থেকে কাজ করে থাকেন, সে-ক্ষেত্রে কাজ-সম্পর্কিত সব ব্যয়ের হিসাব রাখা জরুরি। কারণ এসব ব্যয়ের উপরে কর ছাড় পেতে হলে প্রমাণ রাখার দরকার হতে পারে।

ব্যয় হিসাবের জন্যে ব্যবহার করা হয় বাড়ি থেকে কাজ করা প্রতি ঘন্টার জন্যে একটি নির্দিষ্ট হার, যাকে ফিক্সড রেট মেথড বলে। অথবা আপনার প্রকৃত ব্যয়, যাকে বলে অ্যাকচুয়াল কস্ট মেথড।

মাইডিডাকশনস নামে এটিও-র একটি ফ্রি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে ব্যয়ের প্রমাণ হিসেবে ছবি অথবা রিসিট ও ইনভয়েস, এগুলো সহজে সেখানে জমা করে রাখা যায়।
Australia Explained - Tax
If working from home, you need to keep records to substantiate any claims for tax deductions on expenses incurred. Credit: MoMo Productions/Getty Images
প্রথমবারের মত যারা অস্ট্রেলিয়ায় ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, তাদের ভালো করে দেখে নেওয়া দরকার যে আগের বছরের জন্যেও ট্যাক্স রিটার্ন করার প্রয়োজন আছে কিনা।

যদি আগের বছরের ট্যাক্স রিটার্ন করা না লাগে, সে-ক্ষেত্রে এটিও-কে এই তথ্য একটি নন-লজমেন্ট অ্যাডভাইসের মাধ্যমে জানাতে হয়।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের আয় হয়েছে, এবং তার উপর ভিত্তি করে কর প্রদান করেছেন, সবাইকেই ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়।

মি. টমসন বলেন, ট্যাক্স রিটার্ন করার অনেক রকম উপায় রয়েছে, এবং সঠিকভাবে তা করার জন্যে বিভিন্ন রকম সাহায্যও পাওয়া যায়।

অ্যান কায়িস-কুমার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি ট্যাক্স আইন পড়ান। একই সাথে তিনি ইউএনএসডাব্লিউ ট্যাক্স অ্যান্ড বিজনেস অ্যাডভাইজরি ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক, যাদের কাজ হলো সহায়তা প্রদানের মাধ্যমে গবেষণা করা।

তিনি ট্যাক্স ক্লিনিকগুলোর পরিচালনা পদ্ধতি সম্পর্কে সার্বিক ধারণা দিয়ে জানান, এগুলো সাধারণত ট্যাক্স এজেন্টদের সহায়তায় আর্থিক সমস্যায় থাকা মানুষদের বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকে।
Australia Explained - Tax
If using a tax agent to file your tax return, make sure that you’ve registered with them by 31 October and that they’ve notified the ATO. Credit: Edwin Tan /Getty Images
বহু অস্ট্রেলিয়ানই ট্যাক্স রিটার্ন জমা করার জন্যে ট্যাক্স এজেন্টদের সাহায্য নিয়ে থাকে। এজেন্টদের মাধ্যমে ট্যাক্স রিটার্নের হারের ক্ষেত্রে ইটালির পরেই অস্ট্রেলিয়ার অবস্থান।

প্রফেসর কায়িস-কুমার কাজ করেছেন এমন একটি গবেষণার ফলাফলে দেখা যায় যে,
ট্যাক্স এজেন্টের সাহায্য নিয়ে রিটার্ন দাখিল করলেই যে নিজে দাখিল করার চেয়ে বেশি অর্থ ফেরত পাওয়া যায় এমন ধারণা সঠিক নয়।
অবশ্য কারো বার্ষিক আয় ১ লক্ষ আশি হাজারের বেশি হলে সেটি ভিন্ন ব্যাপার।

তবে, ট্যাক্স এজেন্টের সাহায্য নেওয়ার অন্যান্য কিছু সুবিধা রয়েছে।

প্রফেসর কায়িস-কুমার বলেন, ট্যাক্স এজেন্ট ঠিক করার সময় নিশ্চিত হয়ে নিন যে তারা রেজিস্টার্ড, অর্থাৎ এ কাজের জন্যে নিবন্ধিত রয়েছে।

আর অবশ্যই এটিও সম্পর্কিত যেকোনো স্ক্যামের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

মি. টমসন বলেন,
২০২৩ সালে করদাতাদের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে স্ক্যামারদের কার্যকলাপ প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

স্ক্যামাররা সাধারণত নাম, ঠিকানা, মাইগভ আইডি, ট্যাক্স ফাইল নাম্বার, ক্রেডিট কার্ড ডিটেইলস, এই ধরনের তথ্য চুরির চেষ্টা চালায়, যেগুলো ব্যবহার করে আপনার নামে সহজেই ঋণ বা অনলাইনে দ্রব্যাদি কেনাকাটা করা যায়।
Australia Explained - Tax
Some Services Australia payments, like those relating to flooding and natural disasters are taxable and you need to add them manually on your tax return. Source: Moment RF / Songsak rohprasit/Getty Images
দরকারী লিংক:
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
অস্ট্রেলিয়ায় যেভাবে আপনার ট্যাক্স রিটার্নের প্রস্তুতি নেবেন | SBS Bangla