এ সপ্তাহের হাইলাইটস
- চলতি সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-টোয়েন্টি সামিট। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং নাও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
- এর আগে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আসছেন না। তবে সামিটের প্রথম দিনই দিল্লিতে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনক'সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা।
- এদিকে, বৈঠক উপলক্ষে রাজধানী দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং সম্মেলনের কারণে শহরের বাসিন্দাদের সম্ভাব্য অসুবিধার কথা ভেবে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- অন্যদিকে, মুম্বাইতে বিরোধী দলগুলোর জোট, ইন্ডিয়া-র তৃতীয় বৈঠকের মধ্যে কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট কার্যকর করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের নেতৃত্বে যে কমিটি গঠন করেছেতা নিয়ে খুব বিতর্ক হচ্ছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









