এ সপ্তাহের হাইলাইটস
- তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার রাতে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ এই উপমহাদেশের দেশগুলোর রাষ্ট্রনায়করা।
- এবারই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে এনডিএ-এর শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে; যার প্রভাব পড়েছে মন্ত্রিত্ব বণ্টনে। তবে প্রধান পাঁচ মন্ত্রী যারা আগেও ছিলেন তাঁরা রয়েছেন।
- অন্যদিকে, এবারের নির্বাচনে দেশের সবচেয়ে পুরোনো দল কংগ্রেস আগেরবারের চেয়ে ভালো ফল করায় রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হতে অনুরোধ করা হয়েছে।
- আর পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে ২৯টি লোকসভার আসন জেতার পরেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং এর অভিযোগ তুলেছেন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









