দীর্ঘ তিনমাসের প্রস্তুতি শেষে কবিতায়নের এবারের আয়োজনে স্থান পেয়েছে লোকসাহিত্য। বিষয় নির্বাচনের অনুপ্রেরণা প্রসঙ্গে মাফরুহা আতিক কান্তা বলেন,
গতবছর ময়মনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ উদযাপিত হয়েছে, গীতিকার ও পালাকারদের শ্রদ্ধা জানিয়ে আমরা ময়মনসিংহ গীতিকা থেকে একটি পালা নির্বাচন করার সিদ্ধান্ত নিই।
এছাড়া তিনি আরও জানান, তৎকালীন সকল পালাকারই ছিলেন পুরুষ, পূর্ব-বাংলার প্রথম কোনো নারী-কবি এই প্রথম কোনো পালা রচনা করেন যা তাদেরকে এই পালা বেছে নিতে উৎসাহিত করেছে।

কবিতায়নের কলাকুশলীবৃন্দ। Source: Supplied / Fahmid Ahsan
বাংলাভাষী ছাড়াও অন্যান্য ভাষাভাষী লোকজনও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান। বিদেশে বাঙালি সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে ‘কেনারামের পালা’-এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূমিকা নিয়ে তাঁর অভিমত হচ্ছে, বিদেশের ব্যস্ত জীবনে এমন অনুষ্ঠান আমাদের আদি শেকড় লোকজ সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।
সম্পূর্ণ সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্টএবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।







