অস্ত্র আইন নিয়ে বিতর্ক কি ইহুদিবিদ্বেষ মোকাবিলা থেকে দৃষ্টি সরিয়ে দিচ্ছে?

Gun and Bullets

The national debate over gun laws intensifies Source: Getty / Steve Prezant\

সিডনির বন্ডাই বিচের প্রাণঘাতী গণগুলিবর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ার অস্ত্র আইন নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক আরও তীব্র হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সতর্ক করে বলেছেন, এই বিতর্ক যেন ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের হুমকি থেকে মনোযোগ সরিয়ে না নেয়। তাহলে বর্তমান আইন যথেষ্ট কি না—এ বিষয়ে অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে থাকা পক্ষ ও অস্ত্রপন্থী লবিগুলোর বিপরীতমুখী যুক্তিগুলো কী?


সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, বন্ডাইয়ের গণগুলিবর্ষণের ঘটনার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন কঠোর করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা যেন ইহুদিবিদ্বেষ মোকাবিলার জরুরি প্রয়োজন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি “বিভ্রান্তি”তে পরিণত না হয়।

জন হাওয়ার্ড অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন।

গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরণ নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কের যে অবনতি ঘটেছে বলে তিনি মনে করেন, তা তাকে লজ্জিত করেছে।

১৯৯৬ সালে পোর্ট আর্থার হত্যাকাণ্ডের পর অস্ট্রেলিয়ার অস্ত্র আইন কঠোর করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তবে তাঁর মতে, বর্তমানে অস্ত্র আইনের চেয়েও ইহুদিবিদ্বেষ একটি বেশি গুরুত্বপূর্ণ সমস্যা।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now