SBS Examines: জীবনযাত্রার ব্যয়ের চাপ কী আমাদের কমিউনিটির সংহতিকে প্রভাবিত করছে?

A man, completely obscured in shadow looks away

People who say they are struggling financially are less likely to believe that ‘accepting migrants from many different countries has made Australia stronger’. Source: Getty / Jordan Lye

কুইন্সল্যান্ডের গ্রামীণ বাসিন্দা জন যখন তার সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করেন, তখন তিনি নিজে ঘর ভাড়া শোধ করতে সংগ্রাম করছিলেন। তিনি একসময় সমাজে বহু ভাষা-সংস্কৃতির মানুষের অবস্থানের উপকারিতা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। কিন্তু এখন তার সেই বিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে।


এসবিএস এক্সামিনসের এই পর্বে আমরা আলোচনা করব জীবন যাত্রার ব্যয় কিভাবে আমাদের সামাজিক ঐক্যে প্রভাব ফেলছে।

কুইন্সল্যান্ডের গ্রামীণ বাসিন্দা জন বলেন যে তিনি বাড়ি ভাড়া পেতে ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের সাথে উচ্চ ভাড়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত বছর, জন ব্রিসবেনে চলে এসেছিলেন, তখন ভেবেছিলেন যে তিনি একটি ভাড়া বাড়ি খুঁজে পেতে আরও ভাগ্যবান হবেন।

কিন্তু উল্টো, প্রতিদিন ১০ ঘন্টা কাজ করার পর তিনি নিজের ইউটে বসবাস করতে থাকেন।

তিনি বলেন যে এক বছরেরও বেশি সময় ধরে তিনি 'একপ্রকারের গৃহহীন' ছিলেন।

দুই মাস আগে জন একটি কটেজ পেয়ে যান, কিন্তু সেটি তার পরিবার থেকে অনেক দূরে।

তিনি বলেন যে এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব অভিবাসন এবং স্থানান্তর সম্পর্কে তার কিছু মতামতকে পরিবর্তন করেছে।

জন বলেন যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ তার দৃষ্টিভঙ্গি কতটা পরিবর্তিত হয়েছে তা উপলব্ধি করা অস্বস্তিকর।

কিন্তু জন একা নন।

স্ক্যানলন ইনস্টিটিউটের সামাজিক সংহতি সূচক অনুসারে, অর্থনীতিই আজ অস্ট্রেলিয়ানদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

সিইও অ্যান্থিয়া হ্যানককস বলেন যে আর্থিক সমস্যায় ভুগছেন এমন লোকেরা তাদের পরিমাপ করা বেশিরভাগ সূচকগুলিতে কম স্কোর দিয়েছে।

তিনি বলেন আশা এবং ইতিবাচকতার অনুভূতি একটি বড় সমস্যা।

রেচেল লীয়া জ্যাকসন সিডনির নর্দার্ন বীচের একজন কমিউনিটি নেতা।

তিনি বলেন আর্থিক কষ্টের সম্মুখীন ব্যক্তিদের এবং ধনীদের মধ্যে একটি বিস্তৃত বিভাজন রয়েছে।

রেচেলের নিজের অভিজ্ঞতা তাকে চোখে লাগার মত ধনী এলাকায় আরও সামাজিক এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের অধিকার কর্মী হতে অনুপ্রাণিত করেছে।

রেচেল বলেন যে ২০১১ সালে তিনি তার তিন সন্তানকে নিয়ে পারিবারিক সহিংসতার হাত থেকে পালিয়ে এসেছিলেন।

তিনি একই সময়ে ক্যান্সারের সাথে লড়াই করার সময় কখনো তার গাড়িতে থেকেছেন, কখনো ক্যারাভানে, বা বন্ধুদের কাছে, এবং এক পর্যায়ে একটি গ্রানি ফ্ল্যাটে থাকতে সক্ষম হন।

তিনি এসবিএস এক্সামিনসকে বলেন, গত ১৩ বছর ধরে তার থাকার জায়গা এক থাকছে না।

তবুও, রেচেল সমাজে মানুষদেরকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধ রাখার সুযোগ দেখেন।

তিনি বলেন যে তার কমিউনিটিতে অবিশ্বাস্য সব ভালো লোক রয়েছেন, তবে বিভক্তি দূর করার জন্য আরও কিছু করা দরকার।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি পারিবারিক সহিংসতার সম্মুখীন হন তাহলে 1800RESPECT নম্বরে ফোন করুন।

এই সিরিজের আরও পডকাস্ট শুনতে sbs.com.au/sbsexamines দেখুন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে 
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট 
এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand