ইসলামোফোবিয়া রেজিস্টারের নির্বাহী পরিচালক ড. নোরা আমাথ জানান, ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার পর ইসলামোফোবিক ঘটনাগুলোর "ব্যাপক বৃদ্ধি” দেখা গেছে।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই নারী ও কিশোরী, অর্থাৎ ইসলামোফোবিয়ার শিকার হিসেবে নারীরা অনুপাতের তুলনায় অনেক বেশি লক্ষ্যবস্তু হয়েছে।
এটি একটি লিঙ্গভিত্তিক সমস্যা।
ড. আমাথ বলেন, অস্ট্রেলিয়ায় ইসলামোফোবিয়ার বিস্তারে ভূরাজনৈতিক ঘটনা এক ধরনের অনুঘটক হিসেবে কাজ করতে পারে, তবে এগুলিই একমাত্র কারণ নয়।
“রাজনৈতিক বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ — ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমতির দিকে যাচ্ছে, তা অনেকটা নির্ভর করে এই বক্তব্যগুলোর ওপর।”
"ঘৃণার স্বরূপ বোঝা" শীর্ষক এই পর্বে আমরা আজকের অস্ট্রেলিয়ায় ইসলামোফোবিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করছি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।