ড. কাইউম পারভেজ ১৯৯২ সালে সপরিবারে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন। “চরমপত্র খ্যাত” প্রখ্যাত সাংবাদিক এম আর আখতার মুকুলের জামাতা তিনি।
তৎকালীন এসবিএস বেঙ্গলি-তে কর্মরত মহুয়া হক ও একজিকিউটিভ প্রডিউসার রথীন মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়।
এসবিএস এবং এসবিএস বাংলার প্রসঙ্গে তিনি বলেন,
“অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়েই আমি এসবিএস-এর খবর জানি আর কি।”
“এখানে আসার পরে আমার সার্কেলটাই হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল মানে এসবিএস-এর কাছাকাছি লোকজনের সঙ্গে।”
“এসবিএস আমার কাছে সবচেয়ে আগে একটা পরিচিত ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে গ্রহণীয় হয়ে গেল।”
১৯৯৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এম আর আখতার মুকুলকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। তখন এই সংগঠনটির সভাপতি ছিলেন গাজী রূহুল হক উজ্জ্বল। তার স্ত্রী মহুয়া হক এসবিএস বাংলার সঙ্গে যুক্ত ছিলেন। তো, সেই উপলক্ষে এম আর আখতার মুকুল অস্ট্রেলিয়ায় এলে তখন তার সঙ্গে এসবিএস বাংলার প্রথম একজিকিউটিভ প্রডিউসার রথীন মুখোপাধ্যায়ের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়।
রথীন মুখোপাধ্যায় এম আর আখতার মুকুলকে অনুরোধ করলে তিনি এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি হিসেবে কাজ করতে সম্মত হন।
রথীন মুখোপাধ্যায়ের অনুরোধে এম আর আখতার মুকুল কলকাতা প্রতিনিধি হিসেবে পরিমল ভট্টাচার্যের নাম সুপারিশ করেন।
২০০০ সালের দিকে এম আর আখতার মুকুল অসুস্থ হয়ে পড়লে তখন আলী হাবিব তার স্থলে (ব্যাকফিল) কাজ করেন।
ড. কাইউম পারভেজের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।