রেকনসিলিয়েশন অস্ট্রেলিয়া জুন মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায় যে গত এক দশকে আদিবাসী জনগণের উপর বর্ণবাদী আচরণের অভিজ্ঞতা ১৫ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনটিতে উপসংহারে বলা হয়, বর্ণবাদ ফার্স্ট নেশনস (আদিবাসী) জনগণের জন্য প্রতিদিনের বাস্তবতা।
কেলেই রায়ান, একজন মনোবিজ্ঞানী এবং গাবি গাবি জনগোষ্ঠী ও অস্ট্রেলিয়ান সাউথ সি আইল্যান্ডারদের বংশধর, তিনি বলেন যে ভয়েস গণভোটের ব্যর্থতা আদিবাসীদের জন্য অনেক চ্যালেঞ্জ সামনে এনেছে।
তিনি বলেন, "এটি ছিল একটি গভীর ক্ষতি। ফলে এটি এক ধরনের অদৃশ্য আগ্রাসনের চাদর হয়ে দাঁড়ায়, যা মানুষকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তোলে। যারা শোক প্রকাশের জন্য পর্যাপ্ত সময় বা জায়গা পাননি, তাদের এখনো সেই বেদনার ভেতর দিয়েই কাজ করে যেতে হচ্ছে।"
রেকনসিলিয়েশন অস্ট্রেলিয়ার গবেষণায় আরও দেখা গেছে, তরুণ সমাজ ও বহু-সাংস্কৃতিক সম্প্রদায়ের মানুষরাই সবচেয়ে বেশি 'সত্য কথন' বা ট্রুথ টেলিং কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং ফার্স্ট নেশনস সংস্কৃতি উদযাপনেও যুক্ত হচ্ছেন।
জর্ডান ইয়াং, একজন ডারামবাল আদিবাসী, স্কুল ও ব্যবসায় ইন্ডিজিনাস সংস্কৃতি শেখানোর জন্য কর্মশালা পরিচালনা করেন। তিনি এসবিএস এক্সামিনসকে বলেন,
"এগুলো নেতিবাচক স্টেরিওটাইপ ভাঙতে অনেক সাহায্য করেছে।"
তুমি বর্ণবাদ নিয়ে জন্মাও না, মানুষ তা সমাজ থেকে শেখে।
"তাই এই শিশুদের সামনে আদিবাসী সংস্কৃতি সম্পর্কে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারা অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
"Understanding Hate" সিরিজের এই পর্বে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণের প্রতি বেড়ে চলা বর্ণবাদ এবং আমরা কীভাবে এই ক্ষতিকর প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে পারি।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।