SBS Examines: আমরা ‘ওয়েলকাম টু কান্ট্রি’ নিয়ে বিতর্ক করছি কেন ?

Untitled design (3).png

The federal government spent almost half a million dollars on Welcomes to Country across two years according to an FOI released earlier this year. Credit: Supplied/AAP Photos

৬৫,০০০ বছরেরও বেশি সময় ধরে আদিবাসী ও টরে' স্ট্রেইট আইল্যান্ডের বাসিন্দারা অতিথিদের স্বাগত জানানোর জন্য একটি বিশেষ আনুষ্ঠানিকতা পালন করে আসছেন, যা এখন ‘ওয়েলকাম টু কান্ট্রি’ নামে পরিচিত। কিন্তু সম্প্রতি এটি বিতর্কের মুখে পড়েছে, যখন এই অনুষ্ঠান পরিচালনার জন্য সরকারের ব্যয় প্রকাশ করা হয়।


এসবিএস এক্সামিন্স-এর এই পর্বে, আমরা জানার চেষ্টা করবো—‘ওয়েলকাম টু কান্ট্রি’ আসলেই প্রয়োজনীয় কিনা এবং এটি যে পরিমাণ অর্থ ব্যয় করছে, তা কি সঠিকভাবে খরচ হচ্ছে? এছাড়া, কেন এটি এখন বিতর্কিত বিষয় হয়ে উঠেছে এবং আসন্ন নির্বাচনের সঙ্গে এর কী সম্পর্ক রয়েছে?

একটি ‘ফ্রিডম অব ইনফরমেশন’ অনুরোধের মাধ্যমে জানা গেছে যে গত দুই বছরে ২১টি সরকারি দপ্তরে ‘ওয়েলকাম টু কান্ট্রি’ অনুষ্ঠানের জন্য প্রায় ৪,৫০,০০০ ডলার ব্যয় করা হয়েছে।

বিরোধী দলের আদিবাসী বিষয়ক মন্ত্রী এবং সরকারি ব্যয় কার্যকারিতা বিষয়ক মন্ত্রী জাসিন্তা নাম্পিজিনপা প্রাইস এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, তিনি আদিবাসী সংক্রান্ত ব্যয়ের জন্য একটি নিরীক্ষা চান।

তিনি আরও বলেছেন, করদাতাদের অর্থ ব্যয়ের জন্য ‘ওয়েলকাম টু কান্ট্রি’ অনুষ্ঠান উপযুক্ত নয়।

অন্যদিকে, আদিবাসী বিষয়ক মন্ত্রী মালার্নদিরি ম্যাককার্থি বলেছেন, সরকার যেখানে আদিবাসী জনগণের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে, সেখানে বিরোধী দল ‘ওয়েলকাম টু কান্ট্রি’ নিয়ে সাংস্কৃতিক লড়াই চালাচ্ছে।

‘ওয়েলকাম টু কান্ট্রি’র ইতিহাস

১৯৮০-এর দশকে ‘ওয়েলকাম টু কান্ট্রি’ শব্দটি জনপ্রিয় করেন আন্টি রোডা রবার্টস, যিনি উইজাবুল উইয়েবাল নারী ও বান্দজালাং জাতির সদস্য।

তিনি বলছেন, "এটি আমাদের ঐতিহ্যগত ধর্ম ও আচার-অনুষ্ঠানকে পুনরুজ্জীবিত করার একটি সুযোগ ছিল, যা দখলদারিত্ব ও একীকরণ প্রক্রিয়ার কারণে নিষিদ্ধ হয়েছিল।"

কিন্তু বর্তমানে এই অনুষ্ঠান নিয়ে হওয়া বিতর্ক তাকে আতঙ্কিত করছে।

তিনি বলছেন "এখানে সবার কথা বলার অধিকার আছে, কিন্তু এটি এখন ভয় এবং বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা আমাকে উদ্বিগ্ন করে।"

অ্যাকাডেমিক ও নৃবিজ্ঞানী মার্সিয়া ল্যাংটন মনে করেন, এই বিতর্কে বর্ণবাদের আভাস আছে।

তিনি আরও বলেছেন, এই বিতর্ক মূলত একটি ‘সংস্কৃতি যুদ্ধ’, যা মিডিয়া তৈরি করেছে।

বিরোধী দলের সেনেটর প্রাইস বলেছেন, অনেক ব্যবসা এই অনুষ্ঠানের উপর নির্ভরশীল।

কিন্তু আদিবাসী বিশ্লেষক ড. অ্যান্থনি ডিলন মনে করেন, এই ধরনের আদিবাসী সংস্কৃতি ব্যবসার জন্য অর্থ ব্যয় করার পরিবর্তে অন্য কাজে লাগানো উচিত।
আন্টি রোডা মনে করেন, এটি আদিবাসী সংস্কৃতির জন্য একটি অর্থনৈতিক সুযোগ তৈরি করছে।

মার্সিয়া ল্যাংটন বলেন, আদিবাসী মানুষদের তাদের সেবার জন্য অর্থ না দেওয়া বর্ণবাদেরই একটি রূপ।

ড. ডিলন মনে করেন, ‘ওয়েলকাম টু কান্ট্রি’ একটি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

আসন্ন নির্বাচন এবং আদিবাসী জনগণের ভাবনা , নির্বাচনের আগে, অনেক আদিবাসী জনগোষ্ঠী উদ্বিগ্ন।

তবে, আন্টি রোডা আশা হারাননি।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এই প্রতিবেদনটি যদি আপনাকে বিচলিত করে, তবে ন্যাশনাল এবরজিনাল অ্যান্ড টরে' স্ট্রেইট আইল্যান্ডার ক্রাইসিস হটলাইন 13YARN অথবা 13 92 76 নাম্বারে কল করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট
 শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
SBS Examines: আমরা ‘ওয়েলকাম টু কান্ট্রি’ নিয়ে বিতর্ক করছি কেন ? | SBS Bangla