দুই দশক ধরে মেলবোর্নের সংগীতপ্রেমীদের বাংলা গান শুনিয়ে আসছে শ্রোতার আসর। ২০০৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই সংগঠনের। তারপরে কুড়ি বছর ধরে নিয়মিত বিরতিতে মোট ৬৬টি অনুষ্ঠান মঞ্চস্থ করেছে তারা।

অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন 'শ্রোতার আসর'-এর শিল্পীরা। Credit: Shafquat Wasi Ahmed
তিনি আরও বলেন, “শ্রোতার আসরের সবাই আমরা গান পছন্দ করি, সবাই সবাইকে ভালোবাসি, আর একসাথে থাকতে থাকতে বিশ বছর কীভাবে চলে গেছে টেরই পাইনি।“
এসবিএস বাংলার সঙ্গে আতিক রহমানের আলাপচারিতায় আরও উঠে এসেছে শ্রোতার আসরের শুরুর দিকের অনেক গল্প, দলের কর্মীদের একনিষ্ঠতা ও দর্শকদের ভালো গান শোনানোর দায়বদ্ধতার প্রসঙ্গ।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।








