'অস্থায়ী ভিসাধারীদের' অস্ট্রেলিয়ায় পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ দিতে সরকারের ঘোষণা

News

Australian Prime Minister Anthony Albanese. Source: AAP

আলবানিজি সরকার ঘোষণা করেছে যে অস্থায়ী প্রটেকশন ভিসায় প্রায় ২০ হাজার রেফিউজি এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবে। লেবারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো টেম্পোরারি প্রটেকশন ভিসা বিলোপ করা। তবে শরণার্থী অধিকার বলছেন যে হাজার হাজার লোককে ভিসা নিয়ে অচলাবস্থায় ফেলে রাখা হয়েছে। এদিকে ফেডারেল বিরোধীরা সতর্ক করছে যে এই ঘোষণা মানব চোরাচালান উৎসাহিত করবে।


ওবায়দাল্লুহ মাহেক ২০১৩ সালে আফগানিস্তান থেকে পালিয়ে আসার আগে তিনি তালেবানদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।

তিনি ১০ বছর ধরে অস্থির অবস্থায় বসবাস করছেন।

নর্দার্ন টেরিটরিতে দুই মাস আটকে থাকার পর ২০১৭ সালে তাকে সেফ হ্যাভেন এন্টারপ্রাইজ ভিসা দেওয়া হয়েছিল। তবে এতে তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং অগণিত কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

অস্থায়ী বা সেফ হ্যাভেন ভিসায় মি. মাহেকের মতো প্রায় ২০ হাজার শরণার্থীকে অবশেষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। এই নতুন ভিসা কর্মসূচিকে বলা হচ্ছে রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসা।

মি. মাহেক বলছেন যে তিনি আলবেনিজি সরকারের এই ঘোষণা নিয়ে মিশ্র আবেগ অনুভব করছেন।

তালেবানরা তার নিরাপত্তার হুমকি দিতে শুরু করার পর মি. মাহেক তার বাড়ি থেকে পালিয়ে যান।

তাকে একজন তালেবান সদস্য তার গোড়ালিতে গুলি করেছিল। কারণ তাকে আফগানিস্তানে মানবাধিকারের পক্ষে তার বিভিন্ন কাজের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছিলো। এছাড়া তিনি একজন আইনজীবী এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন।

ইন্দোনেশিয়ায় জাতিসংঘের সম্মেলনে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার পর, মি. মাহেক বলেছিলেন যে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যেখানে তিনি পালিয়ে যেতে পারেন।

সারা ডেল সিডনিতে রিফিউজি অ্যাডভাইস অ্যান্ড কেসওয়ার্ক সার্ভিসের কেন্দ্র পরিচালক এবং প্রধান সলিসিটর।

তিনি বলছেন এই ঘোষণাকে তিনি স্বাগত জানালেও, যারা বছরের পর বছর ধরে নিরাপত্তা বঞ্চিত হয়েছে তাদের মধ্যে অনেক উদ্বেগ রয়েছে।

'ফাস্ট ট্র্যাক' ব্যবস্থা চালু হয়েছিল ২০১৪ সালে, তখন অভিবাসন মন্ত্রী ছিলেন স্কট মরিসন। সেই বছরের জানুয়ারির আগে যারা সমুদ্রপথে এসে আশ্রয় চেয়েছিলেন তাদের জন্য ছিল এই ব্যবস্থা।

এই ব্যবস্থার অধীনে জারি করা অস্থায়ী ভিসায় থাকা প্রায় ৩১ হাজার লোকের ভবিষ্যৎ অচল হয়ে পড়েছিল, যারা অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ সুরক্ষা পেতে অক্ষম ছিল।

মিজ ডেল বলছেন যে সিস্টেমটি তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে এবং কর্মসংস্থান এবং অন্যান্য মৌলিক মানবাধিকারের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যা ছিল তাদের জন্য যথেষ্ট কষ্টকর ও উদ্বেগজনক।

তবে ১০ হাজার শরণার্থী এবং আশ্রয়প্রার্থী রয়েছে যারা প্রটেকশন ভিসার জন্য সরাসরি আবেদন করতে পারবেন না।

তাদের একমাত্র উপায় হলো ইন্টারভেনশনের জন্য মন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা।
ইয়ান রিন্টউল রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের একজন মুখপাত্র। তিনি বলছেন যে লেবার সরকার 'ফাস্ট ট্র্যাক' প্রক্রিয়া বাতিল করার জন্য আট মাস আগে দেয়া তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন যে যাদের ফাস্ট ট্র্যাক সিস্টেমের অধীনে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, এবং যারা এখনও ম্যানাস বা নাউরুতে আটক রয়েছে বা যারা সেই কেন্দ্রগুলি থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হয়েছে তাদের সুরক্ষার জন্য তাদের অবশ্যই কাজ করতে হবে।

বিরোধীদলীয় নেতা পিটার ডাটন সংসদের প্রশ্নোত্তর সময়ে বলেছেন যে তিনি এই ঘোষণার ফলে আরও নৌকার আগমন নিয়ে উদ্বিগ্ন।

মি. ডাটন বলছেন, "আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে। আমি টেম্পোরারি প্রটেকশন ভিসা বাতিল করার সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করছি। প্রধানমন্ত্রী কেভিন রাড ২০০৮ সালে যখন একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ৮০০-এরও বেশি নৌকা অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করেছিল এবং সমুদ্রে ১২০০ জনেরও বেশি মৃত্যু হয়েছিল। সরকার কী কোন এজেন্সি, কর্মকর্তা বা বিদেশী সরকারের বিশেষজ্ঞদের কাছ থেকে কোনো সতর্কবার্তা পেয়েছে যে এই সিদ্ধান্তের ফলে মানব চোরাচালান সংখ্যা বৃদ্ধি পেতে পারে?"

তবে প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি বলেছেন, স্থায়ী ভিসাটি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারির আগে অস্থায়ী এবং সেইফ হ্যাভেন ভিসার জন্য আবেদনকারীদের জন্য বা যারা ২০১৩ সালের শেষের দিকে সীমান্ত সুরক্ষা অপারেশনের আগে অস্ট্রেলিয়ায় এসেছিলেন তাদের জন্য সংরক্ষিত।

মি. আলবানিজি বলছেন, "অস্ট্রেলিয়ার অপারেশন সভেরিন বর্ডার আর্কিটেকচার অপরিবর্তিত রয়েছে। আমরা সেই ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি। যদিও আমরা যা করেছি তা হল যারা এক দশক বা তার বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন, এমন লোকদের অনিশ্চিত অবস্থায় না রাখা। এটি শুধুমাত্র প্রযোজ্য ২০১৩ বা তার আগের লোকদের জন্য।"

অভিবাসন মন্ত্রী অ্যান্ড্রু জাইলস জোর দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন যে ঘোষণাটি শেষ পর্যন্ত গত ১০ বছর ধরে যারা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাদের জন্য; তাদের সুরক্ষা পাওনা হয়ে গেছে।

সরকার প্রত্যাশা করছে যে একটি আবেদন জমা দেওয়ার ১২ মাসের মধ্যে রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসা মঞ্জুর করা হবে।

নতুন স্থায়ী ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় কাজ, বসবাস এবং পড়াশোনা করার পাশাপাশি মেডিকেয়ারের মতো স্বাস্থ্যসেবা সুবিধাগুলি ব্যবহার করার অনুমতি পাবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।





Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand