তবে বাস্তবতা হলো, বিভিন্ন ভাষা, সংস্কৃতি, জীবনধারা এবং জ্ঞাতি বা রক্তের সম্পর্কের দিক থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইনডিজেনাস বা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীগুলোর মাঝেও রয়েছে বহুবর্ণিল বৈচিত্র্য।
এই বৈচিত্র্য অনুধাবন করার গুরুত্ব অপরিসীম। বিশেষত, অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা, বিকাশ এবং সর্বোপরি অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে।
অস্ট্রেলিয়ায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীগুলো তাদের ল্যান্ড বা কান্ট্রির সঙ্গে একটি গভীর সম্পর্ক ও সংযোগ বজায় রেখে জীবনযাপন করে থাকে।
তাদের আত্ম-পরিচয় এবং এই দেশটিকে নিজের দেশ হিসেবে অনুভব করার ক্ষেত্রে এ বিষয়টি মূল চালিকা-শক্তি হিসেবে কাজ করে।
ভূমির সাথে তাদের এই যোগসূত্রতার স্বরূপ বুঝতে হলে ফার্স্ট নেশন্স জনগোষ্ঠীগুলোর মাঝে বিদ্যমান বৈচিত্র্যের বিষয়টিকে অবশ্যই স্বীকার করে নিতে হবে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বার্লি রিজিওনের বার্ডি কান্ট্রির একজন অ্যাবোরিজিনাল এল্ডার হলেন আন্টি মুনিয়া অ্যান্ড্রুজ।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার ইনডিজেনাস মানচিত্রে চোখ বুলানোর মাধ্যমে এটি শুরু করা যেতে পারে।

আন্টি মুনিয়া একজন লেখক, ব্যারিস্টার এবং ইভোল্ভ কমিউনিটিজ-এর একজন সহ-পরিচালক। তিনি এই বিষয়টি অনুধাবনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে এবং তাদের সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সবগুলো জনগোষ্ঠীর সাথে ঢালাওভাবে একই পন্থায় কাজ করা যাবে না।
কার্লা রজার্স একজন আদিবাসী সংগঠক যিনি আন্টি মুনিয়ার সাথে এই ক্ষেত্র নিয়ে কাজ করেন।
তিনি বলেন, বৈচিত্র্যের এই বিষয়টি সম্পর্কে অবহিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত, অস্ট্রেলিয়ার সার্বিক ইতিহাস অনুধাবন করার ক্ষেত্রে এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে অন্যান্য অধিবাসীদের মধ্যে আজো কেন দূরত্ব রয়েছে, সেটি বোঝার ক্ষেত্রেও।

আপনি কোন জাতির মানুষ, তার উপর নির্ভর করবে আপনার ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা, জ্ঞাতি-সম্পর্ক এবং এমনকি আপনার আর্ট বা চিত্রকলার মাঝে কী রকম ভিন্নতা থাকবে সে বিষয়টি, বলেন আন্টি মুনিয়া।
বহুসংস্কৃতির প্রশ্নে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের ‘বিশেষজ্ঞ’ বলে দাবি করেন আন্টি মুনিয়া।
ড. মারিকো স্মিথ জাপানি বংশোদ্ভূত একজন ইউইন নারী, পেশায় যিনি একজন যাদুঘর কিউরেটর, সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদ।
তিনি বলেন যে ফার্স্ট নেশনস্ সম্প্রদায়ের মধ্যকার অন্তর্নিহিত বৈচিত্র্য সম্পর্কে ব্যাপক সচেতনতার অভাবের কারণে বড় হওয়ার সময় তিনি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন।
তিনি বলেন যে, আজও অনেক অস্ট্রেলীয়রাই আদিবাসীদের সম্পর্কে একটা গতানুগতিক ভাবমূর্তি এবং ধারণা পোষণ করে।

ড. স্মিথ বলেন, সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অস্ট্রেলিয়ার মানুষের এই বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে ও আলিঙ্গন করতে হবে।
কার্লা রজার্স বলেন, যখন নন-ইন্ডিজেনাস মানুষেরা এই বৈচিত্র্য বুঝতে পারে না, তখনই তাদের ভুল করার সম্ভাবনা বেড়ে যায়।
সুতরাং, ইউরোপ মহাদেশের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় যেমনটা করা হয়, তেমনি করে অস্ট্রেলিয়ার মানচিত্র খুঁজে বের করুন আপনি কোন কান্ট্রিতে রয়েছেন, এবং এখানকার সংস্কৃতি কী রকম।
আন্টি মুনিয়া বলেন,
স্থানীয় আদিবাসী ভূমি কাউন্সিল এবং আপনার স্থানীয় কাউন্সিল উভয়ই আপনাকে এ ব্যাপারে আরও তথ্য সরবরাহ করতে পারে।
আন্টি মুনিয়া আরও বলেন, এই পুরো প্রক্রিয়াটিই স্ব-শিক্ষামূলক একটি প্রক্রিয়া।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









