Key Points
- সংসদ কর্তৃক গৃহীত সংসদীয় আইন, 'স্ট্যাচুট ল' বা সংবিধিবদ্ধ আইন হিসেবেও পরিচিত। এছাড়াও, আদালত কতৃক এই স্ট্যাচুটগুলির ব্যাখ্যার মাধ্যমে তৈরি হওয়া আইনগুলিকে 'কেস ল' ও বলা হয়।
- অস্ট্রেলিয়া তার স্টেট বা রাজ্য এবং টেরিটোরি বা অঞ্চলগুলির একটি কমনওয়েলথ। এর অর্থ হলো, কেন্দ্রীয় আইন এবং বিধিগুলো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।
- আর্থিক পরিস্থিতি নির্বিশেষে যেকেউ নানা প্রকারের আইনী সহায়তা পেতে পারেন।
অস্ট্রেলিয়ান আইনি ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের সংস্থা এবং প্রতিষ্ঠান। যাদের ভিন্ন ভিন্ন কাঠামো ও ভূমিকা সত্ত্বেও, তারা সকলেই আইনের শাসন বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে।
কেন্দ্রীয় ও স্টেট পর্যায়ে আইন তৈরির সংসদীয় পদ্ধতিগুলি অস্ট্রেলিয়ার মৌলিক আইন সংবিধানে বর্ণিত হয়েছে।
ইউনিভার্সিটি অব মেলবোর্ন ল স্কুলের সহযোগী অধ্যাপক উইলিয়াম পার্টলেট বলেন,
আপনারা জানেন, এর অর্থ হলো সকল ব্যক্তিকে আইন মানতে হবে এবং আইন সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন নিরপেক্ষ স্বাধীন আদালত দ্বারা এমনভাবে প্রয়োগ করা হয় যা আদালতের সামনে উপস্থিত সকল ব্যক্তির জন্য সমান এবং আইন একটি নিদৃষ্ট প্রক্রিয়ার পাস করা হয়। আইনের শাসনে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী মূল প্রতিষ্ঠান হল সংসদ এবং প্রতিনিধিরা যারা আইন পাস করে যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং যেগুলি নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয়।
সংসদ কর্তৃক গৃহীত সংসদীয় আইন, 'স্ট্যাচুট ল' বা সংবিধিবদ্ধ আইন হিসেবেও পরিচিত। এছাড়াও, আদালত কতৃক এই স্ট্যাচুটগুলির ব্যাখ্যার মাধ্যমে তৈরি হওয়া আইনগুলিকে 'কেস ল' ও বলা হয়।

এখানে নির্বাহী সরকার কর্তৃক প্রণীত 'ডেলিগেটেড' আইনও রয়েছে। অর্থাৎ, মন্ত্রীরা ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ এর কর্তৃত্ব ব্যবহার করে প্রবিধান বা রেগুলেশান আকারে আইন তৈরি করতে পারেন।
ড. পার্টলেটের ব্যাখ্যা অনুসারে 'স্ট্যাচুট ল' হলো আইনী নিয়মের মৌলিক উৎস। কারণ, সংসদে পাস হওয়া আইনের বাস্তবায়নের জন্য রেগুলেশান জারি করা হয়।
অস্ট্রেলিয়ার আইনি ব্যবস্থা স্মরণ করিয়ে দেয় যে, অস্ট্রেলিয়া তার স্টেট বা রাজ্য এবং টেরিটোরি বা অঞ্চলগুলির একটি কমনওয়েলথ। এর অর্থ হলো, কেন্দ্রীয় আইন এবং বিধিগুলো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।
ফেডারেল এবং রাজ্যের আইনগুলির মধ্যে সরাসরি দ্বন্দ্বের ক্ষেত্রে, ফেডারেল আইনগুলো প্রাধান্য পায়।
সাউথ অস্ট্রেলিয়ার লিগ্যাল সার্ভিসেস কমিশনের ক্রিস স্টোন জানান, বিয়ে থেকে শুরু করে কর আরোপ এবং অভিবাসনের মতো কিছু বিষয় রয়েছে যা আপনি অস্ট্রেলিয়ার যেখানেই থাকুন না কেন, একই আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

অস্ট্রেলিয়ায় রাজ্য বা অঞ্চলভেদে পরিবর্তিত আইনগুলির একটি সাধারণ উদাহরণ হ'ল ট্র্যাফিক আইন।
অস্ট্রেলিয়ার ফেডারেল সিস্টেম তার আদালত কাঠামোতেও প্রতিফলিত হয়, যেখানে হাইকোর্ট সবক্ষেত্রে আপিলের চূড়ান্ত ফোরাম হিসাবে কাজ করে।
যখন ফৌজদারি আইনের বিষয় আসে, তখন বেশিরভাগ বিষয় স্টেট বা টেরিটোরি পর্যায়ে সমাধান করা হয়।

ফৌজদারি মামলার ক্ষেত্রে সাধারণত স্থানীয় স্টেটে আইনি কার্যক্রম শুরু করা হয়। কিন্তু, ব্যক্তি ও সংস্থার মধ্যে বিরোধ, যেমন, সম্পত্তি বিরোধ, চুক্তি লঙ্ঘন এবং শ্রমিকের ক্ষতিপূরণ মামলার মতো সিভিল বা দেওয়ানি বিষয়গুলিতে এটি ব্যতিক্রম।
দেওয়ানি মামলার বিপরীতে, ফৌজদারি অপরাধমূলক বিষয়গুলি সরকারি ভুর্তিকীপ্রাপ্ত আইনী পরিষেবায় অগ্রাধিকার পায়, যার মধ্য রয়েছে প্রতিটি অঞ্চলের ‘লিগাল এইড কমিশন’ এবং কমনওয়েলথ লিগাল ফাইন্যান্সিয়াল এসিস্ট্যান্স স্কিম।

যাদের আইনী সহায়তার প্রয়োজন রয়েছে, কিন্তু, সামর্থ্য নেই বা সরকারী অনুদানপ্রাপ্ত প্রোগ্রামগুলির জন্য উপযুক্ত নয়, তারা তাদের অঞ্চলে নির্দিষ্ট বিষয়ে ‘প্রো বোনো’ সহায়তা প্রদানকারী আইনজীবীদের মতো বিকল্পগুলি খুঁজতে পারেন।
যে কোন বিষয়ে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে, তাদের বৈধতা যাচাই করা ভাল।
প্রতিটি স্টেট এবং টেরিটরিতে কমিউনিটি লিগ্যাল সেন্টার-এর অধীনে পারিবারিক সহিংসতার ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তার জন্য রয়েছে ওমেন্স লিগাল সার্ভিসেস; যা আইনি সহায়তার ক্ষেত্রে আরেকটি বিকল্প হতে পারে।
এসএ লিগ্যাল সার্ভিসেস কমিশনের মিস্টার স্টোন বলেন, আইনি সহায়তা কেবল প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, আর্থিক পরিস্থিতি নির্বিশেষে যেকেউ নানা প্রকারের আইনী সহায়তা পেতে পারেন।
বিশেষ করে কেউ যদি অস্ট্রেলিয়ার আইনি ব্যবস্থার সাথে পরিচিত না হন তবে তাঁর আইনি পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন মিস্টার স্টোন।

Visit ag.gov.au/legal-system/legal-assistance-services for a comprehensive list of legal assistance providers, including Legal Aid commissions and specialist domestic violence legal services.
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।










