গুরুত্বপূর্ণ দিকগুলো
- ভ্রমণ করতে গিয়ে মানুষ গুরুতর সংক্রামক রোগের মুখোমুখি হতে পারে যেগুলো অস্ট্রেলিয়ায় নেই, যেমন টিবি, টাইফয়েড, জলাতঙ্ক এবং ইয়েলো ফিভার-এর মতো রোগগুলি।
- অস্ট্রেলিয়ানদের বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কোন টিকা লাগবে তা নির্ভর করে তাদের গন্তব্য, দেশ এবং থাকার সময়কালের উপর।
- আপনার জিপির সাথে পরামর্শ করতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ কোন কোন ভ্যাকসিনের একাধিক ডোজ প্রয়োজন হতে পারে।
কোন টিকা পেতে হবে তা নির্ধারণ করতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও দ্বারা প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করার সুপারিশ করা হয়।
ডব্লিউএইচও সমস্ত ভ্রমণকারীদের জন্য রুটিন ভ্যাকসিনেশনের পরামর্শ দেয়, সেইসাথে নির্দিষ্ট রোগের উচ্চ ঝুঁকির অঞ্চলগুলিতে যারা পরিদর্শন করতে যাবে তাদের জন্য নির্দিষ্ট টিকা দেওয়ার পরামর্শ দেয়।
জেন ফ্রওলি হলেন টেকনোলজি ইউনিভার্সিটি সিডনির ফ্যাকাল্টি অফ হেলথের স্কুল অফ পাবলিক হেলথের একজন সহযোগী অধ্যাপক।
তিনি বলেন যে ভ্রমণ করতে গিয়ে মানুষ গুরুতর সংক্রামক রোগের মুখোমুখি হতে পারে যেগুলো অস্ট্রেলিয়ায় নেই, যেমন টিবি, টাইফয়েড, জলাতঙ্ক এবং ইয়েলো ফিভার-এর মতো রোগগুলি।

পৃথিবীর অন্যান্য দেশে এমন রোগ আছে যেগুলো অনেক বেশি প্রবল এবং কখনো কখনো সেই দেশে স্থানীয়, যার মানে এই রোগগুলো সেইসব দেশে ঢুকে পড়েছে। এবং এগুলি এমন রোগ যা আপনার শরীর এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কখনো মোকাবেলা করেনি। তাই ভ্রমণের আগে ওই রোগের ভ্যাকসিন থাকা সত্যিই গুরুত্বপূর্ণ যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন৷জেন ফ্রওলি, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনি
স্বাস্থ্য ঝুঁকি
স্বাস্থ্য ঝুঁকি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং সময়ের সাথে পরিবর্তিত হয়।
এজন্য নতুন প্রাদুর্ভাব হতে পারে এবং নতুন ভ্যাকসিন পাওয়া যেতে পারে, অধ্যাপক ফ্রউলি ব্যাখ্যা করেন।
তিনি বলছেন, "পৃথিবীর অন্যান্য দেশে এমন রোগ আছে যেগুলো অনেক বেশি প্রবল এবং কখনো কখনো সেই দেশে স্থানীয়, যার মানে এই রোগগুলো সেইসব দেশে ঢুকে পড়েছে। এবং এগুলি এমন রোগ যা আপনার শরীর এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কখনো মোকাবেলা করেনি। তাই ভ্রমণের আগে ওই রোগের ভ্যাকসিন থাকা সত্যিই গুরুত্বপূর্ণ যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন৷"
জিপিদের পরামর্শ নিয়ে টিকা নেয়া
অস্ট্রেলিয়ানদের বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কোন টিকা লাগবে তা নির্ভর করে তাদের গন্তব্য, দেশ এবং থাকার সময়কালের উপর।
প্রফেসর ফ্রওলি সমস্ত ভ্রমণকারীদের পরামর্শ দেন যাতে তারা জিপিদের পরামর্শ নিয়ে টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন যে আপনার জিপির সাথে পরামর্শ করতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ কোন কোন ভ্যাকসিনের একাধিক ডোজ প্রয়োজন হতে পারে।
আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে রেবীজ বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে কিনা। কারণ অনেক জায়গায় জলাতঙ্কের কোনো চিকিৎসা নেই। তাই, আপনি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হন, তাহলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। অনেক দেশে সংক্রামিত কুকুর বা এমনকি বাদুড়ও থাকতে পারে এবং আপনাকে কামড়াতে পারে।প্রফেসর নিকোলাস উড, ক্লিনিকাল ভ্যাকসিনোলজি বিশেষজ্ঞ, সিডনি বিশ্ববিদ্যালয়
প্রফেসর নিকোলাস উড, সিডনি বিশ্ববিদ্যালয়ের একজন ক্লিনিকাল ভ্যাকসিনোলজি বিশেষজ্ঞ, তিনি বিশেষ করে বলেন যে আপনার যে নির্দিষ্ট টিকার প্রয়োজনটি নির্ভর করবে আপনার স্বাস্থ্য, বয়স, জীবনধারা এবং পেশার মতো বিভিন্ন কারণের জন্য।
একসাথে, এই কারণগুলিকে HALO হিসাবে উল্লেখ করা হয়।
হেপাটাইটিস এ, টাইফয়েড, ইয়েলো ফিভার, মেনিনো-কোকাল রোগ, কোভিড ১৯ এবং জলাতঙ্ক সহ অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের জন্য সাধারণত সুপারিশকৃত বা প্রয়োজনীয় বেশ কয়েকটি ভ্যাকসিন রয়েছে।

অধ্যাপক উড বলেছেন যে এই রোগের সংক্রমণ হলে যে কেউ গুরুতর অসুস্থ হতে পারে, এমনকি যারা সাধারণত ফিট এবং সুস্থ বলে বিবেচিত হয় তাদের ক্ষেত্রেও। জলাতঙ্ক (রেবীজ ) এমনি একটি রোগের উদাহরণ।
তিনি বলছেন, আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে রেবীজ বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে কিনা। কারণ অনেক জায়গায় জলাতঙ্কের কোনো চিকিৎসা নেই। তাই, আপনি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হন, তাহলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। অনেক দেশে সংক্রামিত কুকুর বা এমনকি বাদুড়ও থাকতে পারে এবং আপনাকে কামড়াতে পারে।
যদি কারো টিটেনাস ভ্যাকসিনটি আপ টু ডেট না থাকে তাহলে বিদেশে কোন দুর্ঘটনা ঘটলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের চিকিৎসা করানো কঠিন এবং ব্যয়বহুল। সাধারণত, যদি অস্ট্রেলিয়ায় এটি ঘটে এবং আপনার ভ্যাকসিন আপ টু ডেট না থাকলেও, আপনি চিকিৎসা সেবা পাবেন। অস্ট্রেলিয়াতে সাধারণত বিনামূল্যে আপনি কিছু অ্যান্টি-টেটেনাস ইমিউনো-গ্লোবি-উলিন এবং কিছু টিটেনাস ভ্যাকসিন পাবেন।প্রফেসর নিকোলাস উড, ক্লিনিকাল ভ্যাকসিনোলজি বিশেষজ্ঞ, সিডনি বিশ্ববিদ্যালয়
নিকোলাস উড ন্যাশনাল সেন্টার ফর ইমিউনাইজেশন রিসার্চ অ্যান্ড সার্ভিল্যান্স (এনসিআই-আরএস)-এর একজন সিনিয়র স্টাফ বিশেষজ্ঞ।
তিনি বলেন, এছাড়াও অনেক ভ্যাকসিন আছে যেগুলো মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করে।
তিনি বলছেন,"টাইফয়েড নিয়েও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। প্রায়ই টাইফয়েডের কারণে রক্তে বিষক্রিয়া নিয়ে মানুষ হাসপাতালে ভর্তি হয়। আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে এটির চিকিৎসা করতে পারি। মেনিনো-কোকাল মেনিন-জাইটিস খুবই খারাপ রোগ, মেনিন-জাইটিস রক্তে বিষক্রিয়া ঘটাতে পারে এবং এতে অবস্থা খুব গুরুতর হতে পারে। জাপানিজ এনসে-ফেলাইটিসও একটি প্রধান ভ্যাকসিন। তবে সবকিছুই নির্ভর করে আপনি কোথায় যাচ্ছেন তার উপর।"
আপনার যদি বেশ আগে টিকা দেওয়া থাকে, তাহলে আপনার বুস্টারের প্রয়োজন হতে পারে।

ভ্যাকসিন আপনার জীবন বাঁচাবে
প্রফেসর উড বলছেন, "যদি কারো টিটেনাস ভ্যাকসিনটি আপ টু ডেট না থাকে তাহলে বিদেশে কোন দুর্ঘটনা ঘটলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের চিকিৎসা করানো কঠিন এবং ব্যয়বহুল। সাধারণত, যদি অস্ট্রেলিয়ায় এটি ঘটে এবং আপনার ভ্যাকসিন আপ টু ডেট না থাকলেও, আপনি চিকিৎসা সেবা পাবেন। অস্ট্রেলিয়াতে সাধারণত বিনামূল্যে আপনি কিছু অ্যান্টি-টেটেনাস ইমিউনো-গ্লোবি-উলিন এবং কিছু টিটেনাস ভ্যাকসিন পাবেন।"
এদিকে, প্রফেসর ফ্রউলি বলেছেন যে কোভিড-১৯ ভুলে যাওয়া উচিত নয়।
যদি আপনার একটি ভ্যাকসিন নেওয়ার অন্তত ছয় মাস হয়ে থাকে তাহলে অবশ্যই একটি বুস্টার নিন। কোভিড-১৯ এখনও আশেপাশে খুব বিদ্যমান।

তবে বিরল হলেও, ভ্যাকসিনগুলিতে অ্যালার্জি হতে পারে। ভ্যাকসিন-সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে উদ্বিগ্ন হলে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
অ্যাডভারস মেডিসিন ইভেন্ট লাইন 1300 MEDICINE বা 1300 633 424 এই নাম্বারে কল করে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি রিপোর্ট করা এবং আলোচনা করা যেতে পারে।
যারা বিদেশে টিকা গ্রহণ করেছেন, তাদের সার্টিফিকেট নেয়ার আগে অস্ট্রেলিয়ান ইমিউনাইজেশন রেজিস্টারে বা এআইআর-এ রেকর্ড করা প্রয়োজন।
অস্ট্রেলিয়ায় শুধুমাত্র অস্ট্রেলিয়ান হেলথ প্রফেশনালরাই এআইআর-এ রেকর্ড যোগ করতে পারেন। এজন্য জিপি বা অন্যান্য চিকিৎসকদের সাহায্য নিতে পারেন।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।








