কমিউনিটি: দেশে-বিদেশে ছড়িয়ে থাকলেও নিজেদের একই কমিউনিটির অংশ বলে মনে করেন আইইউটি-র প্রাক্তন শিক্ষার্থীরা

Cover photo.jpg

মেলবোর্নে আয়োজিত হলো আইইউটি-র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। Source: Supplied / Saiful Islam Tanmoy

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ভিক আইইউটিয়ান ইনক’ গত ৪ অক্টোবর শনিবারে তাদের বাৎসরিক মিলনমেলার আয়োজন করে মেলবোর্নের সেন্ট কিল্ডা টাউন হলে। এ বিষয়ে সংগঠনের ট্রেজারার সাইফুল ইসলাম তন্ময় কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


বিদেশে অবস্থানরত প্রাক্তন আইইউটিয়ানরা দীর্ঘদিন ধরে ইউরোপ, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় এ ধরনের মিলনমেলা আয়োজন করে আসছেন।

body photo 1.jpg
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে পরিবেশন করা হয় নাচ, গান ও আবৃত্তি। Source: Supplied / Saiful Islam Tanmoy

সংগঠনের ট্রেজারার সাইফুল ইসলাম তন্ময় জানান, বিভিন্ন শহর বা দেশে ছড়িয়ে থাকলেও নিজেদের একই কমিউনিটির অংশ বলে মনে করেন আইইউটি-র প্রাক্তন শিক্ষার্থীরা।

body photo 2.jpg
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও। Source: Supplied / Saiful Islam Tanmoy

মেলবোর্নে আয়োজিত অনুষ্ঠানটি ছিল মূলত একটি মিলনমেলা। আইইউটির ঐতিহ্য অনুযায়ী এই আয়োজনকে বলা হয় ‘গরু পার্টি’, যেখানে প্রতিবছর বিদায়ী ব্যাচ তাদের জুনিয়রদের জন্য আস্ত গরু দিয়ে ভোজের আয়োজন করে, যা এক আবেগঘন বিদায়ী সংবর্ধনায় পরিণত হয়।

অস্ট্রেলিয়ায় এই অনুষ্ঠানটি প্রতি বছর বিভিন্ন স্টেট ক্যাপিটালে ঘুরে ঘুরে অনুষ্ঠিত হয়—গত বছর এডিলেডে, এ বছর মেলবোর্নে, এবং আগামী ২০২৬ সালে আয়োজক হিসেবে সিডনি নির্ধারিত হয়েছে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now