ক্যানবেরায় ইয়ুথ লিডার হিসেবে কমিউনিটি সার্ভিস বিভাগে অ্যাওয়ার্ড লাভ করেছেন ২০ বছর বয়সী জাহিন তানভির। জাহিনকে অস্ট্রেলিয়ার দশজন 'তরুণ নেতৃত্বের' একজন হিসাবে মনোনীত করা হয়েছিল এবং সেখান থেকে চূড়ান্তভাবে তিনি আওয়ার্ডটি জেতেন।

জাহিন কনজিউমারস হেলথ ফোরামের প্রতিনিধিত্ব করেছিলেন; যা তরুণদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে এবং যুবকদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি আরও ভালভাবে চালিত করতে সহায়তা করেছে। তিনি হেলথ এন্ড ইয়ুথ কমিশনের স্বেচ্ছাসেবক, যেখানে তিনি কিশোর-কিশোরীদের জন্য গবেষণা এজেন্ডা তৈরী করেন। নানাবিধ ইয়ুথ ওয়ার্কের সাথে জড়িত জাহিন তানভীর কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
উল্লেখ্য ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার 'ইয়ং এচিভার' বিভাগে আরও একজন বাংলাদেশি নাইরৌং ত্রিপুরাও পুরস্কার পেয়েছেন।
জাহিন তানভীরের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
আরও দেখুনঃ








