অস্ট্রেলিয়ার ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স অ্যাডভাইজার সৈয়দ আকরাম উল্লা।
আয়কর ছাড় সম্পর্কে তিনি বলেন, এ কথা সত্য যে এবার অনেক (আয়কর) ছাড় ঘোষণা করা হয়েছে। কিন্তু, একটা কথা মনে রাখতে হবে, ছাড়গুলো সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হবে না। এর জন্য চার বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
“২০২৪-২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এগুলোর বাস্তবায়ন করা হবে, ট্যাক্সের হারটা একটু কমানো হবে।”
“লোয়ার ইনকাম ও মিডল-লোয়ার ইনকাম আর্নারদের জন্য যেভাবে বেনিফিশিয়াল হবে তার চেয়ে বেশি বেনিফিশিয়াল হবে যারা হাই-ইনকাম আর্নার বা ২০০ হাজারের মতো বা তার উপরে (বছরে) আয় করেন।”

“যারা ৪৮ হাজার থেকে ৯০ হাজার ডলার বছরে উপার্জন করেন তাদের বছরে গড়ে ট্যাক্স-সেভিংস হবে ১৭০০ ডলারের মতো। কিন্তু, যারা ২ লাখ (২০০ হাজার) ডলার ইনকাম করেন তাদের বছরে ট্যাক্স-সেভিংস হবে ৭ হাজার ডলারের উপরে।”
বাজেটের মাধ্যমে সমাজে সমতা আনার চেষ্টা করা হয়, বলেন তিনি।
তার মতে, “উচ্চবিত্তরা বেশি ছাড় পেল, নিম্ন-মধ্যবিত্তরা কম ছাড় পেল। এখানে বিষয়টি বিতর্কিত হয়ে গেল।”
“নিম্নবিত্তরা এই ১৭০০ ডলার ট্যাক্স ছাড় একসঙ্গে পাবে না। এটি চার বছরে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। কেউ যদি ১০০-২০০ ডলার ছাড় পায়, সে এটা অনুভবই করতে পারবে না।”
সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
READ MORE

আয়কর প্রতারণা থেকে বাঁচুন









