এ সপ্তাহের উল্লেখযোগ্য খবর:
- ভারতের সংসদে রং ধোঁয়া কাণ্ডে এখনো উত্তাল দেশের রাজনীতি। বিরোধীরা ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে হয় হট্টগোলের জেরে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন।
- সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের কোন পরিবর্তন হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ভারতীয় সংসদে পাশ হওয়া সংবাদমাধ্যম এবং পেনাল কোড বিল নিয়ে জোর চর্চা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এর ফলে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, তাই নয়, পুলিশি অত্যাচার আরও বেড়ে যাবে।
- বিজেপি-র মোকাবিলায় বিরোধীদের, ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, জোটের প্রধানমন্ত্রিত্বের মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করায় জোর আলোচনা হচ্ছে।
- আলোচনা হচ্ছে ভারতের কুস্তি ফেডারেশনের কর্মকর্তা নির্বাচনের পর, কুস্তিগিরদের প্রতিবাদকে কেন্দ্র করেও।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








