ডেটিং অথবা ম্যাচমেকিং: অস্ট্রেলিয়ায় সঙ্গী খুঁজে পাবার উপায়

Wide shot with copy space of couple sharing a dessert in cafe

Where should you start looking for dates in Australia?   Credit: Janina Steinmetz/Getty Images

নতুন কোনো দেশে এলে চারপাশের সবকিছুই খুব নতুন আর ভিন্ন মনে হয়। সবাই সাধারণত থাকার জায়গা খুঁজে নেয়, একটা চাকরি বা কাজ জোগাড় করে, আর ধীরে ধীরে নতুন জীবনের ছন্দে অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু কেউ যদি একা থাকে এবং একাকীত্ব বোধ করে, তখন হয়তো নতুন এই জীবনটা কারও সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে।


মূল বিষয়সমূহ
  • অস্ট্রেলিয়ায় পূর্বনির্ধারিত বা আয়োজনের (অ্যারেঞ্জড) মাধ্যমে সম্পর্ক শুরু করার ধারণাটি তুলনামূলকভাবে অপ্রচলিত।
  • অস্ট্রেলিয়ার ম্যাচমেকিং সেবাগুলো মূলত এমন ব্যক্তিদের সংযুক্ত করে থাকে, যারা আন্তরিক ও দীর্ঘমেয়াদি সম্পর্কে আগ্রহী।
  • ডেটিং অ্যাপ হলো এমন একটি মাধ্যম যেখানে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল তৈরি করেন, অন্যদের সঙ্গে নিজের পছন্দের মিল-অমিল পরীক্ষা করেন এবং সামনাসামনি দেখা করার আগে চ্যাটের মাধ্যমে আলাপ করেন।
‘অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড’ পডকাস্টের এই পর্বে আমরা শুনব এমন সব অভিবাসীর গল্প, যারা অস্ট্রেলিয়ায় ভালোবাসার সঙ্গীর খোঁজ করছেন—কীভাবে তারা শুরু করেন, কোন বিষয়গুলোতে সতর্ক থাকা দরকার, আর কীভাবে নিরাপদ ও আন্তরিক উপায়ে গড়ে তোলা যায় একটি টেকসই সম্পর্ক।

জেরি কারান্টজাস ডেকিন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ও রিলেশনশিপ সায়েন্সের অধ্যাপক। তিনি সায়েন্স অব অ্যাডাল্ট রিলেশনশিপস ল্যাবরেটরি পরিচালনা করেন এবং পাশাপাশি দম্পতিদের জন্য থেরাপিস্ট বা পরামর্শদাতা হিসেবেও কাজ করেন।

তার মতে, সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা কেবল রোমান্সের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অন্তর্ভুক্তি ও সম্পর্কের অনুভবও।

প্রফেসর কারান্টজাস উল্লেখ করেন, প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হওয়া প্রায়ই মানসিক অস্বস্তি সৃষ্টি করে। আমরা স্বভাবতই অস্থির হয়ে উঠি যখন সেই মানুষদের থেকে দূরে থাকি, যাদের ওপর আমরা মানসিক ভরসা রাখি—যেমন বাবা-মা বা ভালোবাসার সঙ্গী। আর সেই অস্থিরতা থেকেই জন্ম নেয় তাদের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার প্রবল তাগিদ।
Group of joyful young Asian man and woman chatting, having fun and toasting with red wine during party
Speed dating is a social event where single people meet multiple potential partners through a series of short, timed one-on-one conversations. Credit: AsiaVision/Getty Images
তবে অস্ট্রেলিয়ায় সম্পর্ক শুরু করার ধরন অন্য অনেক দেশের তুলনায় ভিন্ন হতে পারে।

প্রফেসর কারান্টজাসের মতে, অস্ট্রেলিয়ায় আয়োজন করে (অ্যারেঞ্জড) বা পারিবারিকভাবে নির্ধারিত পরিস্থিতিতে সম্পর্ক গড়ে তোলার ধারণাটি তেমন প্রচলিত নয়।

বিষয়টি আরও ভালোভাবে বুঝতে চলুন আমরা অ্যাডামের ঘটনাটি দেখি (গোপনীয়তার কারণে তার আসল নাম দেয়া হয়নি)।

২০১৪ সালে আন্তর্জাতিক ছাত্র হিসেবে অস্ট্রেলিয়ায় আসে অ্যাডাম। তবে খুব বেশি দিন পার হওয়ার আগেই তার অভিবাসনের উত্তেজনা মিলিয়ে যায়, এবং তাকে পেয়ে বসে একাকীত্ব। অস্ট্রেলিয়ায় তিন বছর কাটানোর পর, এবং কিছু আন্তরিক সম্পর্ক গড়ার চেষ্টা সত্ত্বেও অ্যাডাম বুঝতে পারে তার প্রচেষ্টাগুলো কাজে দিচ্ছে না।

বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার সম্ভাবনা খুঁজতে আগ্রহী হয়ে সে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে মেলবোর্নে ডেটিং ও রিলেশনশিপ কোচিং সেবার শরণাপন্ন হয়।
Multiracial couple sitting on the couch happily watching a mobile phone screen
Dating apps are online platforms, either web-based or mobile, that enable users to create a profile, match with others, and engage in online chat before meeting in person. Source: Moment RF / Fotografía de eLuVe/Getty Images
অ্যান্ড্রু গাং মেলবোর্নভিত্তিক একজন ডেটিং ও সম্পর্ক বিষয়ক পুরুষদের কোচ।

তিনি অস্ট্রেলিয়ার নানা সংস্কৃতি, বয়স ও সামাজিক পটভূমির প্রায় এক হাজারেরও বেশি পুরুষের সঙ্গে কাজ করেছেন—তাদের আত্মবিশ্বাস বাড়াতে ও ডেটিং অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করতে। তার মতে, অস্ট্রেলিয়ার ডেটিং সংস্কৃতি অনেক অভিবাসীর পরিচিত সামাজিক নিয়ম-কাঠামো থেকে একেবারেই ভিন্ন।

মি. গাং আরও বলেন, কারও প্রতি সদয় ও ভদ্র হওয়া—যদিও গুরুত্বপূর্ণ—তবু শুধু এর মাধ্যমেই আকর্ষণ সাধারণত তৈরি হয় না।

তাহলে, কোথা থেকে শুরু করা ভালো হবে? অ্যান্ড্রু গাং এই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক নেটওয়ার্কিং তৈরি করা। অ্যান্ড্রু গাং স্বীকার করেন, এই প্রক্রিয়া খুব ধীরগতির হতে পারে। তিনি বলেন, আরেকটি বিকল্প হলো ডেটিং অ্যাপ ব্যবহার করা।

আরেকটি উপায়ের কথা তিনি বলেন যেটি স্পিড ডেটিং ইভেন্ট হিসেবে পরিচিত। তবে তিনি মনে করেন, এর সফলতার হার তেমন বেশি নয়।
1000009874.jpg
Tre and Yovnne with their child.
আর যারা আরও ব্যক্তিগতভাবে নতুন সম্পর্ক খুঁজতে চান, তাদের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে বিশেষ সেবা, যেমন ম্যাচমেকার।

অস্ট্রেলিয়ার ম্যাচমেকিং সেবাগুলো মূলত সেই ব্যক্তিদের সংযুক্ত করার উদ্দেশ্যে কাজ করে, যারা আন্তরিক ও দীর্ঘমেয়াদি সম্পর্ক খুঁজছেন।

ডেটিং অ্যাপের তুলনায় এসব সার্ভিসে ব্যক্তিগত সহায়তা, মিল-অমিল নিয়ে পরিষ্কার ধারণা এবং বেশি গোপনীয়তা পাওয়া যায়।
Couple enjoying Tokyo at night
Matchmaking services in Australia aim to connect singles seeking serious, long-term relationships.   Source: Moment RF / Ippei Naoi/Getty Images
সিডনিভিত্তিক ম্যাচমেকার ক্যাথরিন ওয়েই বলেন, স্থানীয় এবং অভিবাসী উভয় গোষ্ঠীর মানুষই তার সেবা গ্রহণ করেন, যদিও সংস্কৃতিভেদে প্রত্যাশার পার্থক্য অনেকটাই ভিন্ন হয়।

ম্যাচমেকিং সেবা ডেটিং অ্যাপ ব্যবহারের থেকে কীভাবে আলাদা হয়ে থাকে?
ক্যাথরিন বলেন, ম্যাচমেকিং-এ আমরা ব্যাকগ্রাউন্ডে প্রাথমিক অনেক কাজ করে থাকি। তারপরে সম্ভাবনা দেখতে পেলে ক্লায়েন্টদের পরিচয় করিয়ে দিই।

অবশ্য, সবাই কোচ বা ম্যাচমেকারের কাছে যায় না। অনেকে ভালোবাসার মানুষটিকে খুঁজে পান কমিউনিটি স্পোর্টস, ভাষা-শিক্ষা ক্লাস বা বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে।

ভালোবাসার সঙ্গীর খোঁজ যেমন উত্তেজনাপূর্ণ হতে পারে, তেমনই এতে অনেক ঝুঁকিও থাকে।

অ্যান্ড্রু গাং রিলেশনশিপ স্ক্যামারদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। যেমন নতুন পরিচিতদের সঙ্গে সবসময় পাবলিক স্থানে দেখা করা, আপনার অবস্থান একজন বন্ধুকে জানিয়ে রাখা, এবং কোনও আর্থিক তথ্য শেয়ার করা এড়িয়ে চলা, এধরণের সাবধানতা অবলম্বন করা জরুরি।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ পরিবারিক সহিংসতার শিকার হন, তাহলে 1800RESPECT-এ কল করুন 1800 737 732 নম্বরে, বা মেসেজ পাঠান 0458 737 732-তে, অথবা ভিজিট করুন 1800RESPECT ওয়েবসাইট। জরুরি প্রয়োজনে কল করুন 000 নম্বরে।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে  australiaexplained@sbs.com.au  -এ আমাদের ইমেল করুন।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand