গুরুত্বপূর্ণ দিক
- বাড়ি এবং অন্যান্য সামগ্রীর ঝুঁকির উপর ভিত্তি করে আপনার বীমার আওতায় কী কী পড়বে এবং কোনগুলো বাদ যাবে তা ভালো করে পর্যালোচনা করুন।
- বন্যার কারণ অনেক হতে পারে, এবং আপনার নির্বাচিত বীমা পলিসির আওতায় সব ধরণের বন্যা নাও আসতে পারে। তাই বীমা নেওয়ার সময় সতর্ক থাকতে হবে।
- বাড়ি এবং গৃহসামগ্রী বীমা কেনার বা নবায়ন করার সময় একাধিক বীমা প্রতিষ্ঠানের প্রিমিয়াম তুলনা করে দেখে নিন।
আপনার নিজের বাড়ি হোক বা ভাড়া বাসা, হোম অ্যান্ড কন্টেন্ট ইন্সুরেন্স নেয়ার কথা বিবেচনায় রাখা উচিত।
চয়েস-এ কর্মরত বীমা বিশেষজ্ঞ জোডি বার্ড বলেন, এধরনের বীমায় দুটি অংশ থাকে। একটি হচ্ছে বাড়ির স্থাপনার, অন্যটি এর ভেতরের সামগ্রীর।
বীমার ক্ষেত্রে কোন জিনিসগুলো কন্টেন্ট বা 'গৃহসামগ্রী' হিসেবে বিবেচিত হতে পারে?
কন্টেন্ট এর তালিকায় থাকতে পারে ইলেকট্রনিক্স, ক্রীড়া সরঞ্জাম, গহনা, চিকিৎসা সরঞ্জাম, বাদ্যযন্ত্র - এমনকি আসবাবপত্র এবং পোশাকও এই তালিকায় থাকতে পারে। মূলত, চুরি বা অন্য কোনও কারণে ক্ষতির সম্ভাবনায় যে-মূল্যবান জিনিসপত্রের আপনি সুরক্ষা চান, সে-সবই এর অন্তর্ভুক্ত।

বাড়ি এবং অন্যান্য সামগ্রীর বীমা করার সময় সবাইকে একটি প্রোডাক্ট ডিসক্লোজার স্টেটমেন্ট দেয়া হয়। এটিতে বীমা পলিসির আওতায় কী কী থাকে এবং অন্যান্য শর্তাবলীও দেয়া থাকে।
মি. বার্ড বলেন,
সাধারণ একটি ব্যাপার যা অনেকেই জানেন না তা হচ্ছে, যদি আপনার বাড়ি দীর্ঘ সময়ের জন্য খালি পড়ে থাকে, তবে বীমার সব শর্ত সেখানে প্রযোজ্য হয় না।
পোষা প্রাণীর দ্বারা বাড়ি বা সামগ্রীর ক্ষতি হলে বেশিরভাগ বীমা পলিসি ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় না।

মর্টগেজ বা ঋণ নেওয়ার সময় সাধারণত বাড়ি নির্মাণ বীমার প্রয়োজন হয়।
অ্যান্ড্রু হল হচ্ছেন ইন্সুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়ার সিইও।
সম্ভাব্য ক্রেতারা বাড়ি কেনার জন্যে ঋণের আবেদনের সময় বাড়ির বীমার কথাও হিসাবের মধ্যে ধরার ব্যাপারে সুপারিশ করেন তিনি।

মি. হল বলেন, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বন্যা হওয়ার ব্যাপারে কিছুটা আগে থেকে আভাস পাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে বন্যা-প্রবণ এলাকায়।
বাড়ি কেনার সময় বন্যার ঝুঁকি সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সক্রিয়ভাবে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অধ্যাপক পলা জারজাবকোস্কি দুর্যোগ সংক্রান্ত বীমা পলিসি এবং বীমার সুরক্ষাজনিত সমস্যা নিয়ে বিশ্বব্যাপী দক্ষতা অর্জন করেছেন।
অনুমান করা হয় যে অস্ট্রেলিয়া জুড়ে কমপক্ষে ১১ শতাংশ বাড়ির স্থাপনার বীমা করা নেই। এবং কিছু অঞ্চলে এরকম বাড়ির সংখ্যা আরও অনেক বেশি।

অস্ট্রেলিয়া ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (ABS) এর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায় যে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পেছনে বীমা অন্যতম প্রধান একটি কারণ। বাড়ি এবং গৃহস্থালী সামগ্রীর বীমার প্রিমিয়াম বেশি হয়ে যাওয়ার ফলে এরকম হয়েছে।
এমনকি যদি কেউ সম্পূর্ণ দুর্যোগ বীমার খরচ বহন করতে না পারেন, তবুও মৌলিক বা বেসিক কভার থাকা জরুরী, যেন চুরি বা ওয়াশিং মেশিন ফেটে মেঝে প্লাবিত হয়ে যাওয়ার মত সময়ে সেগুলো কাজে আসতে পারে।

বীমার চুক্তিপত্র বেশ দীর্ঘ হতে পারে এবং প্রায়শই সেখানে এমন সব শর্ত দেওয়া থাকে যা বোঝা কঠিন।
এই কারণেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা এবং উত্তর জানার মাধ্যমে নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে বীমার আওতায় কী কী আছে বা নেই সে-সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।

চয়েস-এর বীমা বিশেষজ্ঞ জোডি বার্ড বলেন, বীমা নেওয়ার সময় বাজারে প্রচলিত পলিসিগুলোর মধ্যে তুলনা করে ভালোটা বেছে নেওয়া দরকার। এমনকি বীমা নবায়নের সময়েও খোঁজ খবর করে ভালো বীমা পলিসি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
বাড়ি ও মালামালের বীমা সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন ফাইন্যান্সিয়াল রাইটস লিগ্যাল সেন্টার।
যদি আপনি ঋণের চাপে থাকেন এবং সহায়তা প্রয়োজন হয়, তাহলে 1800 007 007 নম্বরে ন্যাশনাল ডেট হেল্পলাইন-এ ফোন করে একজন পরামর্শকের সঙ্গে কথা বলতে পারেন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।







