অস্ট্রেলিয়ার অনেক অভিবাসী পরিবারের মতোই জে-ইয়ুং লো-এর বাবা-মাও তাদের সন্তানদের প্রাইভেট স্কুল এবং টিউটরিংয়ের মাধ্যমে পড়াশোনা করানোর জন্যে কঠোর পরিশ্রম করেছিলেন।
এখন নিজেই একজন অভিভাবক হিসেবে তিনি তার ৭ বছর বয়সী মেয়ে হোপলিনের জন্য টিউটরিং এর কথা বিবেচনা করছেন, তবে সেটি প্রথাগত উপায়ে নয়।
বাবা-মায়েরা বিভিন্ন কারণে টিউটর নিয়োগ করে থাকেন, যেমন, পড়াশোনায় পিছিয়ে গেলে সাহায্য পেতে, নির্দিষ্ট কোনো বিষয়ে উন্নতি করতে বা আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করার জন্যে।
আবার অনেকেই একটা সামগ্রিক অভিজ্ঞতার জন্য টিউটর নিয়োগ করেন।
অস্ট্রেলিয়ান টিউটরিং অ্যাসোসিয়েশনের সিইও মোহন ডাল বলেন,
অনেকে সেলেক্টিভ স্কুলে সুযোগ পাওয়ার জন্য টিউটরিং এর সাহায্য নেন।
টিউটরিং বিভিন্ন রকম উপায়ে দেয়া হয়। যেমন, বাড়িতে, কোনো কেন্দ্রে বা অনলাইনে।
কোনো কোনো টিউটর ব্যক্তিগতভাবে, অর্থাৎ ওয়ান-অন-ওয়ান পড়ান, আবার কেউ কেউ কাজ করেন গ্রুপের সাথে। তারা প্রতিদিনের হোমওয়ার্কে সহায়তা থেকে শুরু করে পরীক্ষার জন্যে নিবিড় প্রস্তুতি নিতেও সাহায্য করেন।

যেহেতু অস্ট্রেলিয়ায় টিউটর হতে নির্দিষ্ট নিয়ম অনুসরণের দরকার হয় না, তাই যে কেউ টিউটর হতে পারেন। তবে মি. ডাল সতর্ক করে বলেন, যে কোনও শিক্ষার্থী ভালো গ্রেড অর্জন করেছে বলেই যে তারা একজন ভাল টিউটর হবে, ব্যাপারটা এমন নয়।
তাহলে সন্তানের জন্যে ভালো টিউটর খুঁজে পাবার উপায় কী? অন্য বাবা-মায়েরা কাদের সুপারিশ করেন, সেটা জিজ্ঞেস করা দিয়ে শুরু করা যেতে পারে।
বেশ কয়েকটি অস্ট্রেলিয়ান স্টেট এমন একজন টিউটর নির্বাচন করার পরামর্শ দেয় যিনি অস্ট্রেলিয়ান টিউটরিং অ্যাসোসিয়েশনের সদস্য। তারা সাধারণত মান নিয়ন্ত্রণের শর্তাবলী পূরণ করে থাকেন এবং তাদেরকে কোড অব কন্টাক্টের নিয়মকানুন অনুসরণ করতে হয়।
টিউটর নিয়োগের আগে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পরামর্শ দেন মি. ডাল।
যেসব টিউটরদের ওয়ার্কিং-উইথ-চিলড্রেন পারমিট নেই, যারা প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে বা জবাবদিহিতা এড়িয়ে যায়, তাদেরকে টিউটর হিসেবে নিয়োগ না দেয়াই ভালো।

আর অনলাইন টিউটরিংয়ের ক্ষেত্রে মি. ডালের পরামর্শ হচ্ছে, টিউটররা আপনার সন্তানের সাথে সঠিকভাবে যোগাযোগ করছে কিনা, এবং তাদের পাঠদান প্রক্রিয়া কার্যকরী হচ্ছে কিনা তা মূল্যায়ন করে নেয়া।
মেলবোর্নের বাসিন্দা জে-ইয়ুং লো মনে করেন টিউটর বাছাই প্রক্রিয়ায় তার মেয়েকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রিসবেনের বাসিন্দা অ্যালেক্স ওং কয়েক বছর ধরে তার মেয়েকে ব্যক্তিগতভাবে এবং অনলাইন টিউটরিংয়ে পড়াশোনা করাচ্ছেন। টিউটর বাছাইয়ের ক্ষেত্রে তিনিও তার মেয়ের মতামতকে গুরুত্ব দেন।
তিনি বলেন, ট্রায়াল অ্যান্ড এরর, অর্থাৎ ভুল করতে করতে শেখা এই প্রক্রিয়ারই একটা অংশ।

টিউটরিং-এর খরচের বাঁধাধরা কোনো নিয়ম নেই। সাধারণ টিউটরদের জন্য প্রতি ঘন্টায় ৩০ ডলার থেকে শুরু করে, বিষয়ভিত্তিক দক্ষ টিউটররা ঘন্টায় ২০০ ডলারও নিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে বিনামূল্যে টিউটর পাওয়ার উপায়ও রয়েছে।
স্থানীয় লাইব্রেরীর মতো অনেক সংস্থা রয়েছে যারা বিনামূল্যে হোমওয়ার্ক সহায়তা দিয়ে থাকে। বিশেষত নতুন অভিবাসীদের জন্য এরকম অনেক প্রকল্প পরিচালিত হয়। সোনিয়া ডি মেটসা ক্যানবেরার মাইগ্র্যান্ট অ্যান্ড রেফিউজি সেটলমেন্ট সার্ভিসেস এর সিইও, যা প্রোগ্রাম ফর আফটার স্কুল স্টাডিজ পরিচালনা করে।
তিনি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে পেয়েছেন।
মি. ডাল জোর দিয়ে বলেন যে,
টিউটরিং স্কুল-শিক্ষার বিকল্প হওয়া উচিত নয়, এবং বাবা-মায়েরও তাদের সন্তানের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকা উচিত।
আরও তথ্যের জন্য দেখুন অস্ট্রেলিয়ান টিউটরিং অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট ata.edu.au।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।







