গুরুত্বপূর্ণ দিকগুলো
- অস্ট্রেলিয়া জুড়ে সরকার পরিচালিত অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রাম প্রাপ্তবয়স্ক অভিবাসী এবং শরণার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে সাহায্য করে।
- টিভিতে প্রোগ্রামগুলোর সাবটাইটেল দেখে ও শুনে অজি উচ্চারণে অভ্যস্ত হতে পারেন।
- অডিও বুক শোনা ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে ভালো উপায় হতে পারে, কারণ এতে দারুন সব গল্প বা মূল্যবান কনটেন্ট আছে।
ইংরেজি ভাষায় সাবলীলতা আয়ত্ত করা কঠিন, এবং আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ান উচ্চারণ এবং বাগধারা বোঝা কতটা কঠিন।
তাই নতুন যারা ভাষা শিখছেন তারা অনেক বাধার সম্মুখীন হন।
মার্সেলা এগিলার হলেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা অর্থায়িত অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রাম (AMEP)-এর স্বেচ্ছাসেবক টিউটর সমন্বয়কারী।
তিনি বলেন, ভয়ই হতে পারে সবচেয়ে বড় বাধা।
তিনি বলছেন, "যখন কেউ এ দেশে আসে, তারা হয়ত তখন অনেক বয়স্ক, তারা মনে করে যে তারা এতদিন ধরে শিক্ষা ব্যবস্থার বাইরে ছিল, তাদের আগের কোন শিক্ষা নেই, একটি নতুন সংস্কৃতি বোঝার জন্য তাদের কোন শেখার কৌশল নেই। সেখানে একটি বাধা হলো ভুল করার ভয়, তারা মনে করে ভুল করলে লোকে মূর্খ ভাববে, লোকেরা পাত্তা দেবে না। অথচ ভাষা হচ্ছে যোগাযোগের জন্য এবং লোকেরা কেবল বার্তা শুনতে চায়। আপনি যত বেশি ভাষা ব্যবহার করবেন ততই সেটি আরও ভাল এবং উন্নত হবে।"
অনেকেই দৈনন্দিন জীবনে ব্যবহারের মাধ্যমে নিম্ন স্তরের ইংরেজি শিখে আসছে। কিন্তু আনুষ্ঠানিক ইংরেজি প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের চাকরি, সামাজিক বন্ধন এবং উচ্চতর অধ্যয়নের জন্য খুবই প্রয়োজন৷অ্যালিসন লেনন, ল্যাংপোর্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কলেজের পরিচালক
আনুষ্ঠানিক ইংরেজি শিক্ষা
অ্যালিসন লেনন ল্যাংপোর্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কলেজের পরিচালক।
তিনি বলেন যখন আমরা দৈনন্দিন জীবনের মাধ্যমে আমাদের ইংরেজি চর্চ্চার উন্নতি করলেও আনুষ্ঠানিকভাবে শেখার যুক্তি রয়েছে।
তিনি বলছেন, অনেকেই দৈনন্দিন জীবনে ব্যবহারের মাধ্যমে নিম্ন স্তরের ইংরেজি শিখে আসছে। কিন্তু আনুষ্ঠানিক ইংরেজি প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের চাকরি, সামাজিক বন্ধন এবং উচ্চতর অধ্যয়নের জন্য খুবই প্রয়োজন৷"
অনেক নতুন অভিবাসীদেরকে তাদের ভিসা ভেদে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।
অস্ট্রেলিয়ান সরকার ভিসা আবেদনের জন্য কিছু ইংরেজি ভাষা পরীক্ষাকে স্বীকৃতি দেয়। আইইএলটিএস (IELTS), সিএই (CAE) এবং টোফেল (TOEFL) হল কিছু স্বীকৃত সার্টিফিকেট কোর্স যা বিশ্ববিদ্যালয় এবং টেইফ (TAFES), প্রাইভেট কলেজ এবং ভাষা কেন্দ্রগুলো দ্বারা প্রশিক্ষণ দেয়া হয়।

হেস্টার মস্টার্ট একজন ইংরেজি ভাষার প্রশিক্ষক।
তিনি বলেন, আপনার কাছে যখন বিভিন্ন বিকল্প থাকে, তখন আপনার লক্ষ্য কী সে সম্পর্কে পরিষ্কার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্টুডেন্ট ভিসায় যারা আছেন তাদের জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। উদাহরণ স্বরূপ, শিক্ষার্থীদের অবশ্যই একটি ভাষা স্কুলে নথিভুক্ত হতে হবে যেখানে প্রতি সপ্তাহে কমপক্ষে ২০ ঘন্টা মুখোমুখি ক্লাস করতে হয়।
কিছু ভাষা স্কুল পাথওয়ে প্রোগ্রাম অফার করে যেখানে শিক্ষার্থীরা সরাসরি উচ্চতর পড়াশোনায় যাওয়ার আগে ইংরেজি অধ্যয়ন করে। কোর্সগুলি আপনাকে ইংরেজি দক্ষতা পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করার জন্য তৈরী করা হয়েছে।
অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রাম
অস্ট্রেলিয়া জুড়ে, সরকার পরিচালিত অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রাম (AMEP) প্রাপ্তবয়স্ক অভিবাসী এবং শরণার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে সাহায্য করে।
এএমইপি-এর স্বেচ্ছাসেবক টিউটর স্কিমের অংশ হিসাবে, মার্সেলা আগুইলার সতর্কতার সাথে প্রশিক্ষণার্থীদের সাথে টিউটরদের নির্বাচন করেন।
আপনার কাছে যখন বিভিন্ন বিকল্প থাকে, তখন আপনার লক্ষ্য কী সে সম্পর্কে পরিষ্কার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।হেস্টার মস্টার্ট, ইংরেজি ভাষার প্রশিক্ষক
আপনি বাড়িতে, লাইব্রেরিতে বা একটি পাবলিক স্পেসে এককভাবে শিখতে পারেন৷

ইংরেজি শেখার কিছু পরামর্শ
আপনার ইংরেজি উন্নত করার সর্বোত্তম উপায় হল অনুশীলন করা। এজন্য মিজ এগিলার তিনটি উপায় বাতলে দিচ্ছেন।
তিনি বলছেন, টিভিতে প্রোগ্রামগুলোর সাবটাইটেল দেখে ও শুনে অজি উচ্চারণে অভ্যস্ত হতে পারেন। এছাড়া অস্ট্রেলিয়ান বাগধারা এবং অভিব্যক্তিগুলি শেখাও গুরুত্বপূর্ণ৷
দ্বিতীয়ত, ইংরেজি শেখার জন্য আছে বিনামূল্যে শিক্ষামূলক অ্যাপআছে। এই অ্যাপগুলির মধ্যে আছে ডুওলিঙ্গো (Duolingo), বিটবোর্ড (Bitsboard), অজি ফোনিক্স (Oz Phonics) এবং বুক ক্রিয়েটর (Book Creator), যেগুলো ইংরেজি শেখার জন্য দারুন।
মিজ এগিলার-এর তৃতীয় উপদেশ হল নিয়মিত অডিও বুক শোনা। এটি ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে ভালো উপায় হতে পারে, কারণ এতে দারুন সব গল্প বা মূল্যবান কনটেন্ট আছে, সেগুলো শুনে শুনে বোঝার চেষ্টা করুন এবং সেইসাথে উচ্চারণ অনুশীলন করুন।
মিজ মোস্টার্টের আরেকটি পরামর্শ হল আপনি যখন সুপারমার্কেটে যান তখন নিজে নিজে চেকআউট না করে অপারেটরদের সাহায্য নিন, এতে তাদের সাথে ছোট ছোট বাক্যে কথা বলে ভাষা অনুশীলন করুন।
আরেকটি বিশেষ মূল্যবান উপদেশ হল সক্রিয়ভাবে কমিউনিটিতে যোগ দেয়া, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা, ক্রীড়া কার্যক্রম, সেইসাথে বিভিন্ন সৌখিন গ্রুপগুলিতে অংশগ্রহণ করা। এটি ভাষা অনুশীলন এবং অর্থপূর্ণ সংযোগ বৃদ্ধি করে।

অনলাইনে শেখা
এছাড়া এবিসি (ABC) এবং এসবিএস (SBS) থেকে বিনামূল্যে অনলাইন কন্টেন্টগুলো খুঁজে দেখুন৷
এসবিএস লার্ন ইংলিশ থেকে ভিডিও, পাঠ্য এবং পডকাস্টের মাধ্যমে অস্ট্রেলিয়ান সংস্কৃতি সম্পর্কে শেখার সময় আপনার ইংরেজি ভাষায় উন্নতিতে সাহায্য করবে।
এছাড়া কমিউনিটির মধ্যে মেলামেশাও ভাষা শেখার জন্য অত্যাবশ্যক৷
Acronyms
* International English Language Testing System (IELTS)
* Cambridge English: Advanced (CAE)
* Test of English as a Foreign Language (TOEFL)
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।














