গাড়িতে ভ্রমণের সময় শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা যায়

How to maximise safety when using child car seats

How to maximise safety when using child car seats Credit: Drazen_/Getty Images

সারা বিশ্বের তুলনায় অস্ট্রেলিয়ায় গাড়িতে শিশুদের জন্যে নিরাপদ কার-সিট ব্যবহারের হার অনেক বেশি। কিন্তু তারপরেও বলা যায়, অনেকক্ষেত্রেই শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ঘাটতি থেকে যায়। শিশুদের নিরাপত্তার খাতিরে বাবা-মা ও কেয়ারারদের আইনগত বিধিনিষেধ জানা থাকা যেমন জরুরী, তেমনই সর্বোচ্চ নিরাপত্তা কী করে পাওয়া যাবে, সে-সম্পর্কে ধারণা থাকাও গুরুত্বপূর্ণ।


গুরুত্বপূর্ণ দিক:
  • চাইল্ড-রিস্ট্রেইন্ট কেনার সময় তা অস্ট্রেলিয়ান মানোপযোগী কিনা দেখে নেয়া জরুরী
  • বিভিন্ন স্টেট ও টেরিটরিতে ট্যাক্সি, ভাড়া-গাড়ি ও রাইডশেয়ারে শিশুদের কার-সিটের নিয়ম আলাদা হতে পারে
  • বেবি কার-সিটের প্রয়োজনীয়তা শেষ হয়েছে কিনা তা জানতে ফাইভ-স্টেপ টেস্ট করে নেয়া ভালো

প্রচলিত আইন অনুসারে সকল শিশুকে তাদের বয়স ও উচ্চতা অনুযায়ী গাড়িতে ভ্রমণের সময় কার-সিট বা রিস্ট্রেইন্ট ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তবে অনেক পরিবারই শিশুদের কার-সিট বদলের সময় হলে, বা স্থায়ীভাবে কখন আর রিস্ট্রেইন্ট ব্যবহার করা লাগবে না, এ-সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্তিতে ভোগেন।

সহযোগী অধ্যাপক ওয়ারউইক টিগ মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হসপিটালের ট্রমা সার্ভিসের পরিচালক।

তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তি বেশিরভাগ পরিবারেই খুব সাধারণ ঘটনা।

Warwick Teague.jpg
Associate Professor Warwick Teague Credit: The Royal Children's Hospital Melbourne

সাধারণত বয়স এবং উচ্চতা অনুযায়ী চাইল্ড-রিস্ট্রেইন্ট এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যায়, তবে এ-ক্ষেত্রে শিশুটি সেই কার-সিটে ফিট কিনা, অর্থাৎ সঠিকভাবে নিরাপদে বসতে পারছে কিনা তা দেখে নেয়া অপরিহার্য। শিশুদের শারীরিক গঠন যেহেতু দ্রুত পরিবর্তিত হয়, তাই সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্যে নিয়মিতই এদিকে খেয়াল রাখা জরুরি।

অস্ট্রেলিয়ান মানোপযোগী গাড়ির আসনগুলিতে কাঁধের উচ্চতার নির্দেশনা দেয়া থাকে, সেগুলি দেখে বোঝা যায় শিশুটি আর এই কার-সিটের উপযোগী রয়েছে, নাকি সেটি বদলানো প্রয়োজন।

যতদিন না শিশুটির কাঁধের উচ্চতা এই চিহ্নগুলিকে ছাড়িয়ে যায়, ততদিন এই রিস্ট্রেইন্ট বা কার-সিট ব্যবহার করতে থাকা জরুরি।

শিশুদের যতদিন সম্ভব রিয়ার-ফেসিং বা পশ্চাৎমুখী আসনে বসানো জরুরী। কারণ যদি কখনও দুর্ঘটনা ঘটে, তখন ধাক্কার সময় পশ্চাৎমুখী আসনের কারণে শিশুর মাথাটি পিছনে ডুবে যেতে পারে, এবং পুরো আসন জুড়ে চাপ ছড়িয়ে যায় এবং আঘাতের ঝুঁকি হ্রাস পায়।

কিন্তু ফরোয়ার্ড-ফেসিং বা সম্মুখমুখী আসনের ক্ষেত্রে এরকমটা হবে না।

অধ্যাপক টিগ বলেন,

ছয় মাস বয়স পার হয়ে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের রিয়ার-ফেসিং আসনে বসানো সম্ভব।
car seat law.png
National child restraint laws Credit: ChildCarSeats

সেন্টার ফর রোড সেফটির নির্বাহী পরিচালক বার্নার্ড কার্লন গাড়িতে ভুলভাবে লাগানো চাইল্ড-রিস্ট্রেইন্টের বিষয়টি তুলে ধরে বলেন,

অস্ট্রেলিয়ায় প্রতি তিনটি চাইল্ড কার-সিটের মধ্যে দুটিই সঠিকভাবে লাগানো হয় না।

বাবা-মা ও কেয়ারারদের উচিত উৎপাদকদের নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলা, এবং শিশু-যাত্রীদের নিরাপত্তা বিধানে পেশাদার কাউকে দিয়ে কার-সিট ফিট করিয়ে নেয়া।

শিশুদের ব্যবহারের গাড়ির আসনগুলি অস্ট্রেলিয়ান মান অনুযায়ী তৈরি কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ-কারণে অনেক সময়ই বিদেশে কেনা কার-সিট অস্ট্রেলিয়ান আইনমত মান ও নির্দিষ্ট সুরক্ষা দেয়ার প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না।

ট্যাক্সি, ভাড়া-গাড়ি এবং রাইডশেয়ার পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটরিতে চাইল্ড কার-সিট সম্পর্কিত আইন আলাদা হয়ে থাকে। তাই যে-স্টেটে অবস্থান করছেন বা ভ্রমণের উদ্দেশ্যে যে-স্টেটে যাবেন সেখানকার প্রাসঙ্গিক আইন ও নির্দিষ্ট বিধিনিষেধ সম্পর্কে জেনে নেয়া ভাল।

অধ্যাপক টিগ বলেন,

শিশুরা হয়ত খুব দ্রুত বুস্টার-সিট ছেড়ে দিতে চাইবে, কিন্তু সেরকম কিছু করার আগে অবশ্যই শিশুর নিরাপত্তার ব্যাপারটি ভেবে দেখতে হবে।

এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার সময় তালিকা ধরে কয়েকটি ব্যাপার দেখে নেয়া জরুরি। এটিকে বলা হয় ফাইভ-স্টেপ টেস্ট।

9189-AusExpl_Social_1080x1350_LongLeftAligned_Orange.png
ফাইভ স্টেপ টেস্ট। Source: SBS

তবে শিশুটি সঠিকভাবে তার কার-সিটে বসতে পারছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা জরুরি। কারণ শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার প্রয়োজন বদলাতে পারে।

আবার অনেক সময় গাড়ি বদল হলে, বা কার-সিট বদল হলে, এমনকি শিশুরা কোন পোশাক পরে আছে তার উপরেও কার-সিটের নিরাপত্তা নির্ভর করতে পারে।

Father buckling son in car seat
The obligation is on adults to keep children safe in cars. Credit: MoMo Productions/Getty Images

গাড়ি দুর্ঘটনায় পড়বে কিনা তা আগে থেকে জানা আমাদের জন্যে সম্ভব নয়; কিন্তু গাড়িতে চলাচলের সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের হাতেই থাকে।

তাই সঠিক উপায়ে রিস্ট্রেইন্ট ব্যবহারের মাধ্যমে, সঠিক কার-সিট কিনে, আইন ও বিধি মেনে চলে এবং সেই সাথে যথাযথ ফিটিং নিশ্চিত করে আমরা শিশুদের আঘাত পাওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারি, এবং দুর্ঘটনার ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

২০টি ভাষায় আর্লি লার্নিং অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য দেখুন: এখানে

আরও জানতে আপনার স্টেট বা টেরিটরির লিঙ্কে ক্লিক করুন:

New South Wales

Victoria

Queensland

Western Australia

South Australia

ACT

Tasmania 


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now