গুরুত্বপূর্ণ দিক
- যদিও বেশিরভাগ হোম-বেসড ব্যবসার মালিক স্বতন্ত্র ব্যবসায়ী (sole trader) হিসেবে নিবন্ধিত হন, তবে ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে কোম্পানি কাঠামো—যা তুলনামূলকভাবে ব্যয়বহুল—উপযুক্ত হতে পারে।
- স্থানীয় কাউন্সিল থেকে প্রযোজ্য অনুমোদনগুলোর বিষয়ে খোঁজ নিন, এবং আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আগে বাড়িওয়ালার অনুমতি নেওয়া নিশ্চিত করুন।
- যেসব ব্যবসা শিশু বা খাদ্যের সঙ্গে যুক্ত, সেগুলোর জন্য অতিরিক্ত লাইসেন্স গ্রহণ এবং কঠোর নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক।
বাড়ি-ভিত্তিক ব্যবসা করা অনেকের কাছে আকর্ষণীয় একটি ধারণা হিসেবে মনে হতে পারে। এটিতে খরচ কম হয়, চাহিদামতো পরিবর্তনের সুবিধা থাকে, বিভিন্ন পেশার সাথে মানানসই হয়, এবং অফিস-ভিত্তিক কাজের বাধ্যবাধকতা থাকে না। উদাহরণ হিসেবে বলা যায়, ফিটনেস এবং সুস্থতা, চুল এবং সৌন্দর্য পরিষেবা, কেটারিং বা পেশাদার চাইল্ড-কেয়ার পরিচালনা।
কিন্তু যেকোনো ব্যবসার মতো, এক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হয়।
নিজের বাড়ি থেকে বা অন্য যেখান থেকেই করা হোক না কেন, যে-কোনো ব্যবসাকে সাধারণত এমন একটি কার্যকলাপ হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়।
কিন্তু অর্থ আয়ের প্রতিটি উপায়কে ব্যবসা হিসেবে বিবেচনা করা হয় না।
অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস (ATO) এর সহকারী কমিশনার অ্যাঞ্জেলা অ্যালেন এই দুটির পার্থক্য ব্যাখ্যা করে বলেন,
যখন কেউ এককালীন কোনো লেনদেন করে বা মূলত শখের উদ্দেশ্যে কিছু করে যাতে লাভের কোনো উদ্দেশ্য নেই, সেটি ব্যবসা হিসেবে বিবেচিত হবে না।
কোনো দোকান থেকে, আপনার বাড়ি থেকে বা অন্য যে-কোনো স্থাপনা থেকেই ব্যবসাটি পরিচালিত হোক না কেন, সব ক্ষেত্রেই কর শোধের দায়িত্ব, সুপার এবং নিবন্ধনের ক্ষেত্রে একই প্রস্তুতি প্রয়োজন।
শুরুতেই ঠিক করে নিতে হবে যে কোন ধরনের ব্যবসা পরিচালনা করতে চলেছেন আপনি।

GST applies to all ride-sharing and taxi businesses from home. Credit: gahsoon/Getty Images
ক্ষুদ্র ব্যবসার মালিকদের জন্য অনলাইন আইনি পরিষেবা সংস্থা স্প্রিন্টল-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স সলো বলেন, যে ব্যক্তিরা বাড়িতে বসে ব্যবসা শুরু করছেন তাদের জন্য সর্বাধিক প্রচলিত কাঠামো হলো একক মালিকানা, যা একটি কোম্পানি নয় বরং একক ট্রেডার নামেও পরিচিত।
তবে উভয় ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধা রয়েছে।
অনেক ক্ষেত্রেই হোম-বেসড ব্যবসা চালাতে সরকারি অনুমোদনের প্রয়োজন হতে পারে—বিশেষ করে আপনার স্থানীয় কাউন্সিল থেকে অনুমতি নিতে হতে পারে। এটি অবশ্য নির্ভর করে আপনি কোন শিল্প-ভিত্তিক ব্যবসা করবেন তার ওপর।
সাধারণত সেসব ক্ষেত্রে কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হয়, যখন ক্লায়েন্টরা আপনার বাড়িতে আসে, যেমন বাড়ির মধ্যে মাসাজ থেরাপি, চুল এবং নখের স্যালন, বা ফিটনেস এবং যোগব্যায়ামের স্টুডিও।

Your home business may require government approvals. Credit: Edwin Tan/Getty Images
নিউ সাউথ ওয়েলস ফুড অথরিটি-র অ্যাক্টিং সিইও হলেন অ্যান্ড্রু ডেভিস। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলের অনুমতি পেলে খাদ্য-নির্ভর বেশিরভাগ ব্যবসাই বাড়ি থেকে পরিচালনা করা যায়।
তবে অস্ট্রেলিয়ার যেখানেই আপনি থাকুন না কেন, এবং বাড়িতে হোক বা রেস্টুরেন্টে, খাবার ব্যবসার মালিক হিসেবে আপনাকে ফুড স্ট্যান্ডার্ডস কোড অনুসরণ করতে হবে।
খুচরো খাবার বিক্রেতাদের জন্য কোডে কী অন্তর্ভুক্ত আছে তার কিছু উদাহরণ দেন মি. ডেভিস। তিনি বলেন,
খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মানার সাথে সাথে স্থাপনা সম্পর্কিত সাধারণ কিছু শর্তও রয়েছে।
"উদাহরণস্বরূপ, আমরা যখন রান্নাঘর বা বাসার কথা বলি, তখন সেগুলোকেই স্থাপনা হিসেবে ধরা হয়। এর পাশাপাশি যেসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যদি কোনো পণ্য তৈরি করা হয়ে থাকে এবং তাতে লেবেল দেওয়া প্রয়োজন হয়, তাহলে সেই লেবেল সংক্রান্ত নিয়মগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত।”

Home-based food businesses include food trucks, caterers, bed and breakfast accommodation and preparing food for retail sale at markets or school canteens. Credit: Alex Liew/Getty Images
সাধারণত, একজন ফ্যামিলি ডে কেয়ার এডুকেটর স্বতন্ত্র ব্যবসায়ী হিসেবে নিবন্ধিত থাকেন এবং অনুমোদিত কোনো সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে কাজ করেন।
এই সেবাগুলো জাতীয় আইনবিধির অধীনে পরিচালিত হয় এবং ফেডারেল সরকারের 'ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড' অনুযায়ী মূল্যায়িত হয়।
ফ্যামিলি ডে কেয়ার অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু প্যাটারসন এই খাতের জন্য গুরুত্বপূর্ণ কিছু পূর্বশর্ত তুলে ধরেছেন।
তিনি বলেন,
আপনাকে এ সংক্রান্ত সার্টিফিকেট থ্রি করা থাকতে হবে। এর পাশাপাশি রয়েছে একাধিক যাচাই প্রক্রিয়া—যেমন শিশুদের সঙ্গে কাজের অনুমোদন, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি।
"কিছু প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের যোগ্যতাও প্রয়োজন। পাশাপাশি, যেখান থেকে আপনি এই সেবা চালাবেন, সেই স্থাপনাটিকে উপযুক্ত হিসেবে মূল্যায়িত হতে হবে। এই সব প্রাথমিক শর্ত পূরণ করার পরই আপনি কোনও অনুমোদিত ফ্যামিলি ডে কেয়ার সেবায় নিবন্ধনের পর্যায়ে যেতে পারবেন।”
অনুমোদিত সেবাপ্রদানকারী সংস্থার দায়িত্ব হলো—শিক্ষকের কার্যক্রমে সহায়তা ও তদারকি করা, যাতে তিনি প্রযোজ্য আইন ও বিধিনিষেধ মেনে চলেন। এর মধ্যে স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনুমোদনও অন্তর্ভুক্ত, যা ভিন্ন ভিন্ন অঞ্চলে আলাদা হতে পারে।
মি. প্যাটারসন আরও বলেন, বাড়িভিত্তিক যেকোনো ব্যবসা শুরুর জন্য যে সাধারণ নিয়মগুলো থাকে—যেমন ট্যাক্স রেজিস্ট্রেশন এবং পর্যাপ্ত বিমা গ্রহণ—সেগুলোও এখানে প্রযোজ্য।

If your home-based business involves collecting health information from your clients, make sure you comply with privacy laws. Credit: Frazao Studio Latino/Getty Images
অভিজ্ঞতা যাই হোক না কেন, পরামর্শ ও সম্ভাব্য সরকারি ভর্তুকিপ্রাপ্ত সেবাগুলো সম্পর্কে জানার জন্য আপনার স্টেট বা টেরিটরির ক্ষুদ্র ব্যবসা সংস্থার সঙ্গে যোগাযোগ করাই ভালো।
উদাহরণস্বরূপ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ক্ষুদ্র ব্যবসার জন্য স্টেট পরিচালিত সংস্থা বিভিন্ন ওয়ার্কশপ, পরামর্শ সেবা ও অনলাইন রিসোর্স সরবরাহ করে— যার মধ্যে রয়েছে একটি ‘বিজনেস লাইসেন্স ফাইন্ডার’, যা বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান ও প্রয়োজনীয় লাইসেন্স চিহ্নিত করতে সহায়তা করে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্মল বিজনেস ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর সিনিয়র বিজনেস অ্যাডভাইজার ক্রিস ও’হেয়ার নতুন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেছেন। তিনি বলেন,
আমি সবসময়ই ব্যবসা শুরু করতে ইচ্ছুক মানুষদেরকে উৎসাহ দিই যেন তারা কিছু আর্থিক ব্যবস্থাপনা ও প্রাথমিক আইনি কাঠামো সম্পর্কে বোঝাপড়া ও দক্ষতা গড়ে তোলেন।
আর আপনি যদি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং সেখান থেকেই হোম-বেসড ব্যবসা শুরু করতে চান, তাহলে আগে আপনার বাড়িওয়ালার অনুমতি নিতে হবে—বলেছেন মি. ও’হেয়ার।
- ট্যাক্স বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও হোম-বেসড ব্যবসা শুরুতে সহায়তার জন্য ভিজিট করুন ATO-এর ‘Essentials to strengthen your small business’ পেজটি।
- আপনার স্টেট বা টেরিটরিতে ব্যবসা-সংক্রান্ত পরামর্শ ও সহায়তার জন্য নিচের তালিকাভুক্ত সরকারি ওয়েবসাইটগুলো দেখুন:
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।